একজন স্বপ্নদ্রষ্টা, শেখ মুজিব

avatar

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি কবিতা । আমাদের দেশে বিজয় দিবস, স্বাধীনতা দিবসে তাকে নিয়ে কবিতার প্রতিযোগিতা হয়।
images (1).jpeg
Source

একজন স্বপ্নদ্রষ্টা, শেখ মুজিব

লক্ষ জনতার ভিড়ে যিনি ডেকেছিলেন,
স্বাধীনতার আহ্বান
তিনি যে তোমার-আমার প্রাণের প্রিয়
বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান।
ন্যায়বিচারের প্রতীক তিনি
"বাংলাদেশ" নামকরণ করলেন যিনি
স্বাধীনতার তিনি মহাকবি
লিখে গেলেন "বাংলাদেশ" নামের ছবি।
দেশ ও তাঁর জনগণ ছিলো রে_
ভাই দুই নয়নের মণি
তাঁর জন্যই আজ হয়েছে এই,
বাংলাদেশটা দামি।
অসহায় মানুষের পাশে গিয়ে বলতেন,
"কি হয়েছে আমার ভাই?
আমি যতদিন বেঁচে আছি
তোমাদের কোনো ভয় নাই।"
দেশের জন্য হারিয়েছেন তিনি
তাঁর সুখের অনেক দিন,
শোধ করা যাবে না যে
শেখ মুজিব, তোমার এই ত্যাগের ঋণ।



0
0
0.000
1 comments