হাবিবুল বাশারের সাথে খেলেছেন এমন খেলোয়ারদের নিয়ে বাশারের সেরা টেস্ট একাদশ

avatar

DTube Thumbnails.jpg

হাবিবুল বাশার সুমনঃ

হাবিবুল বাশার সুমন ছিলে্ন বাংলাদেশের একজন সফল ব্যাটসম্যান ও অধিনায়ক। তার নেতৃত্বাধীন সময়ে বাংলাদেশের ক্রিকেটের প্রকৃত উত্থান শুরু হয়। ব্যাটিং দক্ষতায় তিনি ছিলেন অনন্য। তার সময়কালে ভাল ব্যাটিং লাইনাআপ ছিলনা বলে হয়ত বাংলাদেশ খুব বেশি সফলতা আনতে পারেনি। কিন্তু একাই দলের হাল টেনে নিয়মিত রান করে যেতেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। বর্তমান সময়ে তার মত ব্যাটসম্যান থাকলে বাংলাদেশ আরো ভাল করতে পারত নিঃসন্দেহে। তার পুল শট, সুইপ, অফ ড্রাইভ যেন দর্শকের মনে আজো গেথে আছে। বাংলাদেশের হয়ে তিনি খেলেছেন ৫০ টি টেস্ট ম্যাচ ও ১১ টি ওয়ানডে ম্যাচ এবং সামনে থেকে দুই ফরমেটেই দলকে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি কাজ করছেন বাংলাদেশ দলের নির্বাচক হিসেবে। সম্প্রতি, তার সাথে খেলেছেন এমন খেলোয়ারদের থেকে তিনি সেরা ১১ জনের টেস্ট দল নির্বাচন করেছেন। আজকে আমি তার এই দলের খেলোয়ার দের নিয়ে এসেছি আমার এই লেখাই। বাংলাদেশ ক্রিকেট প্রেমী দেশ। এদেশের মানুষ ক্রিকেট ভালবাসে, ক্রিকেট মিশে আছে রক্ত কনিকায়। এদেশের ক্রিকেটারদের প্রতি মানুযের ভালবাসা অকৃত্তিম। হাবিবুল বাশারের দলের খেলোয়াররা সবাই প্রায় আমাদের প্রিয় খেলোয়ারের তালিকায় আছে। আসুন দেখে নেই তাদের নামের তালিকা ও তাদের সম্পর্কে সুমন কি বলছেন।

291591.jpg
ছবির সোর্স

১। তামিম ইকবালঃ

তামিম ড্যাশিং ওপেনার। তার সম্পর্কে শুনেছিলেন আকরাম খানের কাছ থেকে। পরে জিম্বাবুয়ের বিপক্ষে তাকে খেলতে দেখে বুঝতে পারেন খুব খেলোয়ার হবে। ঊইকেট হতে বের হয়ে এসে পেসার দের আক্রমন করা প্রেয়িং স্টাইল তাকে মুগ্ধ করেছিল। তখন খুব কম খেলোয়ার এভাবে খেলতে পারত। পাউয়ার প্লে তে রানের চাকা সচল রাখতে ও আক্রমন অব্যাহত রাখতে তার জুড়ি নেয়। গত ১২ বছর ধরে সফলতার সাথে তামিম খেলে যাচ্ছে বাংলাদেশের হয়ে। দেশের বাইরের কন্ডিশন যেমন নিঊজিল্যান্ড ও ইংল্যান্ডে তামিমের এভারেজ অনেক ভাল। তামিম স্পিনের বিরুদ্ধেও ভাল খেলে, তাই টপ অর্ডারে তামিম হচ্ছেন বাশারের ভরসার নাম।

২। জাবেদ ওমর বেলিমঃ

টেস্ট ক্রিকেটে তার মত প্রেয়ার মেলা ভার। খুব দৈর্‍্যশীল ব্যাটসম্যান হিসেবে তিনি বিশ্ব ক্রিকেটে জনপ্রিয়। তার আছে পুরো ইনিংস ব্যাটিং করার কীর্তি। তাই জাবেদ হলেন টেস্ট দলে বাশারের আরেক আস্থার নাম। এই পজিশনে আরো কিছু প্লেয়ার আছে তার পছন্দের মধ্যে যেমন মেহেরাব হোসাইন, শাহরিয়ার হোসাইন, নাফিস ইকবাল ও শাহরিয়ার নাফিস। তবে কঠিন সময়ে জাবেদের দৃড়তার জন্য তামিমের পাশে তিনি ওপেনিং এ জাবেদকেই বেছে নিয়েছেন।

৩। আল শাহরিয়ার রোকনঃ

বাশার নিজে ৩ নং পজিশনে খেলেছেন সবসময় তাই আল শাহরিয়ার খেলেছেন বিভিন্ন পজিশনে। এমনকি ৬ নং পজিশনেও খেলতে হয়েছে তাকে। পেস ও স্পিন আক্রমণের বিরুদ্ধে সমান দক্ষ এই ব্যাটসম্যানের ৪ টি টেস্ট অর্ধশতকই দেশের বাইরে। ৩ নং পজিশনে তাই তিনিই বাশারের পছন্দ।

cric.jpg
ছবির সোর্স

৪। মুশফিকুর রহিমঃ

এই পজিশনে আমিনুল ইসলাম তার পছন্দের তালিকায় অন্যতম যিনি ভারতের বিরুদ্ধে অভিষেকে শতক হাকিয়েছিলেন ও জিম্বাবুয়ে ট্যুরে অর্ধশতক হাকিয়েছিলেন। অন্যজন হলেন টেলেন্ট আশরাফুল। কিন্তু এত কিছুর মধ্যেও মুশফিকের কন্সিস্টেন্সি ও রান করার স্পিহা যার প্রমান রেখে চলেছেন গত এক দশক ধরে, তাই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকই ৪ নং এ তার পছন্দ।

৫। সাকিব আল হাসানঃ

সাকিব প্রথমদিকে ব্যাটসম্যান হিসেবে খেলেছে এবং পার্ট টাইম বোলার ছিল। শুধুমাত্র ব্যাটিং এ মনোযোগ দিলে সাকিবের আরো কিছু টেস্ট সেঞ্চুরি থাকত বলে বাশার মনে করেন। তাই নাম্বার ওয়ান অলরাউন্ডার ৫নং এ অপ্রতিদ্বন্দ্বী নির্বাচন তার।

৬। আমিনুল ইসলাম (অধিনায়ক)

আমিনুল ইসলাম ও আকরাম খান রা বেশি টেস্ট ম্যাচ খেলতে পারেননি। তবু শুরুর দিকে আমিনুলের ভারতের বিপক্ষে ১৪৫ আলো ছড়িয়েছিল। তাই অধিনায়কের তালিকায় আমিনুলকেই রেখেছেন বাশার।

ban-2007-759.jpg
ছবির উৎস

৭। আফতাব আহমেদঃ

একজন টেলেন্ট ব্যাটসম্যান যার ক্যারিয়ার আরো বড় হতে পারত বলে তিনি বিশ্বাস করেন। স্পিন ও পেস দুই ক্ষেত্রেই সমান দক্ষতার এই হার্ড হিটার ব্যাটসম্যানকে ৬ বা ৭ নম্বরে চাই বাশারের।

৮। মোহাম্মদ রফিকঃ

ধারাবাহিকভাবে ভাল বোলিং করা রফিককের তিনি রাখতে চান স্পেশালিস্ট স্পিনার হিসেবে। সাথে তার আক্রমণাত্মক ব্যাটিং দলে যোগ করতে পারে ভাল কিছু। মুলতানে তার ৫ উইকেট শিকার বাশারের খুব প্রিয়। টার্ন, ভেরিয়েশন ও বিপদজনক আর্ম বল এর জন্য রফিকই বাশারের ভরশার নাম।

৯। মাশরাফি বিন মুর্তুজা, ১০। তাপস বৈস্য ও ১১। শাহাদাত হোসেন

তার সময়কালে গতি ও লাইন লেন্থ এর সাথে দাপটে বোলিং করে যাওয়া এই তিন বোলার হলেন বাশারের পেস বোলিং আক্রমন। ১৩৫-১৪৫ কিমি/ঘন্টা গতিতে বল করতে পারা এই বোলাররা ছিলেন বাশারের সময়ের অন্যতম সেরা আক্রমণাত্মক বোলিং।

আশা করি হাবিবুল বাশারের করা একাদশ আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনি অন্য কোন প্লেয়ারকে কারো জায়গায় কল্পনা করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। ভাল লাগলে লাইক করুন। ধন্যবাদ।

এই খবরের বিস্তারিত জানতে The Cricket Monthly from espncrinfo এর নিচের লিঙ্কটি ভিজিট করতে পারেন https://www.thecricketmonthly.com/story/1223215/the-best-of-bangladesh

Thumbnail image source


Who I am:

I am lecturer of Textile Engineering in Bangladesh and a newly married husband. I love to share my thoughts and ideas to my friends and community. I want to express whatever I have learn so far in YouTube, DTube etc. I explain Textile, Earning and Cryptocurrency related vlogs. I love to capture Natural Photography. I am always a learner and wants to make huge community here in Blockchain to reach to the moon with Blockchain.

zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter



0
0
0.000
0 comments