সুখ মূলত কিসে ?

avatar

পৃথিবী চমৎকার সব বৈপরীত্যে তৈরি। সবকিছুতেই এই বৈপরিত্য ছোঁয়া পাবেন। আমরা কমবেশি সবাই এই বৈপরীত্য গুলো জানি। আমরা যদি শরীরকে প্রচুর আরাম আয়েশ দেই তাহলে আমাদের শরীর দিন দিন রোগের উৎপাদন কারখানা হবে। একের পর এক রোগ সংক্রমণ হতে থাকবে। আর যদি আমরা প্রচুর পরিশ্রম করি তাহলে শরীর থাকবে নিরোগ, সুস্থ ও সবল। সমাজের খেটে খাওয়া মানুষ গুলো হচ্ছে এর উৎকৃষ্ট উদাহরণ।

আমরা চারপাশে লক্ষ করলেই দেখবো যেই লোকটা প্রচুর ক্ষমতাধর বা ক্ষমতা উপভোগ করে সে জীবন উপভোগ করতে পারে না। তার সেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই জীবন উপভোগের কোন সুযোগ থাকে না। যেই লোকটা প্রচুর টাকা কামাই করে সে মনের আনন্দে টাকা খরচ করতে পারে না।

আবার দেখা যায় যে ক্লা বউ পায়া হাহুতাশ করে সে হয় দাম্পত্য জীবনে অনেক সুখী। আর যে সুন্দ্রি বউ পায়া খুশিতে তিন লাফ দিয়ে মাচাং এ উঠে বউয়ের জ্বালায় তার লাইফ ত্যানা ত্যানা হয়ে যায়। তবে এই সব গুলো উদাহরণের ব্যতিক্রম ও কিছু আছে।

আমরা আসলে জীবনে কি চাই? জীবনে আমরা আসলে কি চাই সেটাই আগে ঠিক করতে হবে। ক্ষমতা, অর্থ সয় সম্পত্তি, সুন্দ্রি বউ নাকি সুখ, স্বাচ্ছন্দ এবং তৃপ্তি?

আমরা সবাই চাই সুখ, স্বাচ্ছন্দ্য এবং তৃপ্তি। আর এই সবের জন্য কখনো ক্ষমতার পিছনে দৌড়ানি দেই, আবার কখনো সুন্দ্রী মাইয়ার পিছনে জান দেই, আবার কখনো অর্থ বৃত্তের মহে অন্ধ হয়ে যাই। আর এই সবের পিছনে ঘুরতে ঘুরতে জীবনের আসল চাওয়া টা কি সেটাই ভূলে যাই।

যেই সুখের জন্য অর্থ বৃত্তের মালিক হই সেই অর্থ বৃত্তের রক্ষার জন্যই সুখ বিসর্জন দেই। যে সুখের মহে সুন্দরী নারীর পিছনে ছুটি সেই নারীকে পাওয়ার জন্য সব সুখের দরজা বন্ধ করে দেই। যেই সুখের জন্য ক্ষমতা অর্জন করি সেই ক্ষমতা রক্ষার জন্য সব সুখেই বলি দিয়ে দেই।

সুখ একটি মানবিক অনুভূতি। সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটাকে অর্থ ক্ষমতা ও রূপ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা সের্ফ বোকামি মনে হয় আমার কাছে।

সুখ খুঁজতে হলে সর্ব প্রথম পরিবারের দিকে নজর দিতে হবে। পরিবারের ছোট ছোট চাহিদা গুলো পূরণ করতে হবে। পরিবারে বাবা মা কে বাসায় এসেই একটু খোঁজ খবর নিতে হবে। আমরা অনেকেই বাসার বাবা মা এর সাথে প্রয়োজনের বাইরে একটা কথাও বলি না। সময় ও দিতে চাই না। বাবা মা বা পরিবারের সদস্যদের মাঝে মধ্যে ছোট খাটো উপহার দিন। তাদের মুখে যে হাসিটা ফুটবে সেটাই হচ্ছে সুখ। এই হাসিটার জন্য আহামরি কিছু আপনাকে করতে হবে না। হবে না লক্ষ লক্ষ টাকা ব্যায় করতে। শুধু দরকার একটু আন্তরিকতার।

প্রতিবেশীর খোঁজ খবর নেওয়াটা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা তো অনেকে পাশের ফ্লাটে কে থাকে তাকেই চিনি না। তাদের একটু খোঁজ খবর নিলেই একটি পারিবারিক সম্পৃতি তৈরী হবে।

খেটে খাওয়া মানুষ যেমন রিক্সা চালক, বিভিন্ন শ্রমিক, দিন মজুর ভাইদের সাথে একটু হাসি মুখে কথা বললে তাদের হাজারটা না পাওয়ার ক্ষোভ ভূলে গিয়ে হাসি মুখে আপনার সাথে কথা বলবে। তাদের এই হাসি মুখটাই হচ্ছে সুখ।

এই রকম অনেক ছোট খাটো বিষয় গুলো আছে যা আমরা চোখে দেখি না বা কখনো ভাবিও না যে এইসবের মধ্যে সুখ থাকতে পারে।

IMG20210112124449.jpg



0
0
0.000
0 comments