চাণক্য শ্লোক বাংলা: ১১৪: বিচার্য বিষয়

avatar
(Edited)

::::::::::::::১১৪: বিচার্য বিষয়::::::::::::::::

বিচার করিয়া তবে উত্তর দিবে।
সহসা কিছু বলা উচিৎ না হবে।
গুন্ তার লইবে শত্রু যদি হয়।
ধরিবে না গুরুর দোষ কভু নিশ্চয়।

বঙ্গানুবাদ: সম্যকভাবে বিচার করে তবেই কথার উত্তর দেবে। হঠাৎ কিছু বলা উচিৎ নয়। শত্রু ও যদি হয় , তবু তার কাছ থেকে ভালো গুণগুলি গ্রহণ করিবে। গুরুর দোষ কখনো ধরবে না।


unordered-3192273_640.png


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg



0
0
0.000
0 comments