একটি রোমান্টিক গল্প: প্রতিদিন একটি কল.. || RomanticMonday

avatar

images (9).jpeg


শনিবার:


-হ্যালো স্যার, আমি জিনিয়া।
-হুম, বলো।

-কাল থেকে পরীক্ষা শুরু। আগামীকাল আপনার সাবজেক্ট। আপনার থেকে দোয়া নেওয়ার জন্য ফোন করলাম..
-আচ্ছা। দোয়া করে দিলাম। মন দিয়ে পরীক্ষা দিও..

-একটু যদি কিছু সাজেশন দিতেন..
-সাজেশন? ওকে, কাগজ কলম নাও.. লিখো.. আমার দেওয়া নোট পেপার গুলোর ১ থেকে ৮ নং এর মধ্যে যা যা আছে শুধু সেগুলো পড়লেই চলবে।

-স্যার, আপনি নোট দিয়েছেনই তো সর্বমোট আটটা!
-হ্যা, আটটাই পড়তে হবে। এটাই সাজেশন।

-প্লিজ স্যার..
-বেস্ট অব লাক।


রবিবার


-হ্যালো, জিনিয়া। বলো।
-স্যার, আপনার জন্য আজকে আমার পরীক্ষা খারাপ হইছে। আপনি একটা ইয়ে...

-শিক্ষকের সাথে কেউ এভাবে কথা বলে নাকি!
-আমি বলবো। একশবার বলবো।

-তোমাকে আমি অনেকবার বলেছি জিনিয়া, আমি কোন ধরনের সাজেশন দেই না। আমার ক্লাস লেকচার এবং নোট থেকে প্রশ্ন কমন পড়বে। তুমি যদি সেটা না পড়.. আর এ কারণে পরীক্ষা খারাপ হয়.. আমার তাহলে কি করার আছে?
-আপনি একটা খিটখিটে স্যার। আপনি একটা ইয়ে..

-তোমাকে না বলেছি, শিক্ষকদের সাথে এভাবে কথা বলবে না!
-১০০ বার বলবো.. কালকে থেকে ক্যাম্পাসে সবার সামনে মাইকিং করব.. আপনি একটা ইয়ে। ইয়ে.. ইয়ে.. ইয়ে..

images (10).jpeg


সোমবার


-হ্যালো স্যার।
-হুম, বলো।

-আজকেও আমার পরীক্ষা খারাপ হয়েছে। এর জন্য আপনি দায়ী।
-আজকে তো আমার সাবজেক্ট এর পরীক্ষা ছিল না! আমার কি দোষ?

-আপনি হলে পরিদর্শী হিসেবে ছিলেন কেন?
-তাতে কি হয়েছে?

-তাতে অনেক কিছু হয়েছে। আপনি সামনে সামনে ঘুরলে আমার সমস্যা নাই হয়।

-আমি পরীক্ষার হলে থাকলে তোমার কেন সমস্যা হবে?
-আপনাকে দেখলেই আমার বের হয়ে যায়..

-মানে কি? কি বের হয়ে যায়?
-আমার দেহ থেকে মনটা বের হয়ে যায়! নিজের ওপরে আমার কোন কন্ট্রোল না..

-না কালকেও পরীক্ষা আছে? পড়ো। আমি রাখছি।


মঙ্গলবার


-হ্যালো জিনিয়া, বলো।
-আপনি কি শুধু করছেন স্যার?

-শিক্ষকের সাথে এভাবে কথা বলছো কেন? কি করেছি আমি?
-পরীক্ষার হলে গার্ড দিতে আসছেন, গার্ড দিবেন। ঐ ম্যাডামের সাথে আপনার কিসের এত কথা?

-ছি: এসব কি বলছো, জিনিয়া?
-ভুল কি বললাম? ম্যাডাম কি বেশি সুন্দর? আমার চেয়েও বেশি?

-আমি তোমার শিক্ষক। শিক্ষকরা বাবার মত।
-আপনি কি আমার বাবার বয়েসী? আপনাকে দেখতে একটা কিউট ইয়ের মত লাগে।

-আমি ফোন রাখছি।

images (5).png


বুধবার


-স্যার। নীল শার্ট পড়লে আপনাকে সেই লাগে..
-তুমি প্রতিদিন ফোন করো কেন?

-আপনার সাথে কথা বলতে ভালো লাগে। তাই..
-তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন?

-স্পেশাল মানুষদের সাথে এভাবে কথা বলতে হয়।
-না। আমি স্পেশাল কেউ না। আমি তোমার শিক্ষক। আমার সাথে এভাবে কথা বলবে না। আপনার জন্য ফোন করবে না। আমি ফোন রাখছি।

-ফোন রাখলে কিন্তু ক্লাসে সবার সামনে বলা শুরু করবো।
-কি বলবে?

-যা মনে আসে..
-কি বিপদ!!


বৃহস্পতিবার


-স্যার আপনি আজ কলেজে আসেন নি কেন?
-একটু খারাপ লাগছিল, তাই।

-কি হয়েছে স্যার? জ্বর এসেছে?
-না না। তুমি ব্যস্ত হয়ো না। শরীর খারাপ করেনি।

-তাহলে কি হয়েছে?
-মনের অসুখ হয়েছে।

-মনের অসুখ হয়েছে! আপনার? আপনার কি মন বলে কিছু আছে?
-জিনিয়া, তুমি কি জানো? শিক্ষকতা এমন একটা পেশা। যে পেশায় একবার ঢুকলে অনুভূতিগুলো মুখোশ দিয়ে ঢেকে রাখতে হয়।

-আপনার আজকে কি হয়েছে স্যার? খুব রোমান্টিক রোমান্টিক কথা.. আপনার মুখে! প্রেমে পড়েছেন নাকি!

-শিক্ষকরা কি প্রেমে পড়তে পারে না?
-সব শিক্ষক পারে না। বিশেষ করে যেগুলো ক্যাবলা টাইপের..

-তোমার ধারনা ভুল জিনিয়া। বাইরে থেকে যাকে ক্যাবলা মনে করো, হতেও তো পারে সেটা একটা মুখোশ।

-আপনি কি সত্যি প্রেমে পড়েছেন? কার?
-হ্যা, একটা অপূর্ব রূপসী মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি। যে প্রতিদিন নিয়ম করে আমাকে রাত ১০ টা ২৫ মিনিটে ফোন দেয়! হ্যালো.. হ্যালো.. কেটে গেল?

images (11).jpeg


শুক্রবার


-১০ টা ২৫.. বেজে গেছে। আমি জানতাম জিনিয়া, তুমি আজকে ফোন দিবে না.. নিজেকে তুমি যতই স্মার্টলি রিপ্রেজেন্ট করতে চাও, আসলে তুমি ভেতরে ভেতরে আমার চেয়েও বেশি লাজুক.. আমি সেটা জানি। তাই মেসেজ দিচ্ছি। মেয়ে, তুমি কি জানো- শিক্ষকরা কতটা নিরীহ প্রজাতির প্রাণী! তারা যখন কারও প্রেমে পড়ে, সবাই বলে কারেক্টারল্যাস। আর যখন পাত্তা দেয় না, তখন বলে ক্যাবলা। প্রেম-টেম আমাকে দিয়ে হবে না। তোমার বাবার নাম্বারটা দাও। আশা করি অনার্স থার্ড ইয়ারে পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে উনার আপত্তি থাকবে না। পাত্র হিসেবে লেকচারার খুব একটা মন্দ না। কি বলো?

20200627_034755.jpg


আত্মকথনঃ

poster_1593196763985_rd7uzi0du0.gif

আমি ত্বরিকুল ইসলাম। সখের বশে ব্লগিং করি। ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আগ্রহী।



"পড়াশোনায় ইঞ্জিনিয়ার। পেশায় শিক্ষক। নেশায় লেখক। সাবেক ব্যাংকার। পছন্দ করি লিখতে, পড়তে, ভ্রমণ করতে এবং জমিয়ে আড্ডা দিতে।"


        জীবনটাকে অনেক অনেক ভালোবাসি


0
0
0.000
7 comments
avatar

This post has been manually curated by @sayee from Indiaunited community. Join us on our Discord Server.

Do you know that you can earn a passive income by delegating to @indiaunited. We share 80 % of the curation rewards with the delegators.

Here are some handy links for delegations: 100HP, 250HP, 500HP, 1000HP.

Read our latest announcement post to get more information.

image.png

Please contribute to the community by upvoting this comment and posts made by @indiaunited.

0
0
0.000
avatar

Well written and congo for the curie vote

0
0
0.000
avatar

Thanks a lot.. though I am a teacher, it is totally written by imagination. Lol

0
0
0.000
avatar

Congratulations @tariqul.bibm! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 9000 upvotes. Your next target is to reach 10000 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

Hive Power Up Day - Let's grow together!
The HiveBuzz Shop - New Items and Designs
0
0
0.000
avatar

বাস্তব হতে তুলে দিলেন নাকি!!!

0
0
0.000