প্রথম ক্রাশের তৃতীয় বিয়ে

avatar

আমাদের সময় তো ক্রাশ ট্রাশ ছিল না। তবে শৈশবের ছোট পর্দার প্রিয় অভিনেত্রী ছিল শমী কায়সার। আমি তখন কেবল প্রাথমিকের গন্ডি পার করে মাধ্যমিকে উঠি। সেই সময় শমি আর বিপাশা দাপিয়ে বেড়াচ্ছে ছোট পর্দায়। বিটিভিতে জাহিদ হাসানের সাথে শমী কায়সার একটি নাটক দেখে প্রথম পুলকিত হই।
আবার হুমায়ুন আহমেদের "নক্ষত্রের রাত" নাটকের প্রধান চরিত্রে ছিল শমী কায়সার "মনিষা" নামে। নাটকের এই মেয়েটার জীবনে অনেক দুঃখ, কষ্ট। ওর কষ্ট দেখে সইতে না পেরে মনে মনে স্থির করছিলাম আমি ওকেই বিয়ে করব! এক কথায় ক্রাশ খাওয়া অবস্থা। শৈশবের প্রথম ক্রাশ তাই টিফিনের টাকা বাঁচিয়ে শমীর বিভিন্ন ভিউ কার্ড আর ছবি কিনতাম। পকেটে নিয়ে ঘুরতাম। মাঝে মধ্যে ফাঁক পেলেই বার করে দেখে মুচকি হাসি মারতাম।

কিছু পিক বইয়ের ভিতরে লুকায় রাখতাম। পড়ার ফাঁকে ফাঁকে ছবি দেখতাম। ভয়ে ভয়ে দেখতাম যাতে আবার মা বা বাসার কেউ যেন না দেখে। একদিন হঠাৎ ছবি টা আর খুঁজে পাচ্ছি না। নাই তো নাই। হন্ন হয়ে খুজলাম। ভয় পাচ্ছিলাম মায়ের হাতে গেলো নাকি। আবার খুব দুঃখ ও পাচ্ছিলাম ছবিটা হাড়িয়ে।

সম পরিমাণের একটু বেশি দুঃখ পেয়েছিলাম যেদিন শমী রিঙ্গোর সাথে বিয়ে করে ঘর বাঁধে। রীতিমত হৃদয় ভেঙ্গে চুড়মাড়। তারপর তো পদ্মা মেঘনা যমুনার বহু জল গড়িয়েছে। শমির নৌকা খানা আরাফাতের ঘাট পেরিয়ে এখন রেজা আমিন সুমনের খাটে এসে ভিড়েছে। আর কোন ঘাটে গিয়ে ফিরবে কে জানে। এটাই তার শেষ ফেরা কিনা।

শমির ঐ ছবিটা শেষ পর্যন্ত পেয়েছিলাম। সিদ্দিক ভাই নামে এক বড় ভাইয়ের কাছে প্রাইভেট পরতে যেতাম। ইংরেজি শেখাতেন। একদিন ওনার বাসায় কি কারণে যেন গিয়েছিলাম। হঠাৎ হিশুর চাপে ওনার বাথরুমে ঢুকে পরি। ঢুকে মনের সুখে হিসু করতে করতে হঠাৎ বাথরুমে এক কোনায় বড় অবহেলায় পরে আছে আমার সেই শমি কায়সারের ছবিটি। স্যারের বাথরুমে সেই ছবিটি কেন তার কোন সমীকরণ সেই সময় মেলাতে পারি নিই। তবে এখন বড় হয়ে বুঝেছি। তাই তো উনি গিটার বাজাতে খুবোই দক্ষ।

শমী কায়সারের তৃতীয় বিয়ের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা 🤣 আর আরাফাতের জন্য রইলো এক বালতি সমবেদনা।

আর যাই হোক ৩ নম্বর বিয়েতে লজ্জা পাওয়ার পোজ দেওয়া পাক্কা অভিনেত্রী ছাড়া কারো পক্ষে সম্ভব না
ShomiKaisar_RezaAmin.jpg

source



0
0
0.000
1 comments