মান্টো, তোমার দেশের অবস্থা কেমন?

avatar

যেদিকে তাকান সবকিছু-ই নকল! পিপিই নকল, মাস্ক নকল, হাসপাতালা নকল, এমনকি করোনার সার্টেফিকেটও নকল 😢
এসব নকলের সামনে পেছনে ডানে বামে মানুষ গুলোও নকল!

উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক প্রয়াত সাদত হাসান মান্টো এমন ভেজাল নিয়ে এক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। জবাবে দারুন উদাহরণ দিয়েছিলেন।

মান্টোকে জিজ্ঞাসা করা হয়েছিলঃ
❛মান্টো❜ তোমার দেশের অবস্থা কেমন??

মান্টো তার চিরাচরিত ভঙ্গিতে উত্তর দিলেনঃ ❛শুক্রবারে জেলে জুম্মার নামাজ যেমন হয়। জোচ্চোররা আজান দেয়, খুনি ইমামতি করে
আর চোর-ডাকাতেরা নামাজ পড়ে!❜

দেশটাকে নিয়ে একটু বেশিই ভাবি। মাঝে মাঝে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাই। অন্যদের মত খাঁটি ঘানিতে ভাঙ্গানো শরীষার তৈল নাকে দিয়ে ঘুমাতে ইচ্ছা করে। কিন্তু বিবেক ঘুমের মধ্যে কানের কাছে আসে ধমক দেয়।

যখন দেখি পরিচিত অনেকেই কোভিডের নমুনা দেওয়ার পরেও ১০, ১২ দিনেও ফলাফল জানাতে পারে না। যখন দেখি ব্যাক্তিটা তার টেস্টের ফলাফল জানার আগেই মারা যায়।

চুপ করে থাকতে পারি না যখন দেখি জনগনের কষ্টার্জিত টাকা শুয়োরের পাল গুলো লুটে ফুটে বিদেশে বেগম পাড়া বানায়।

চুপ করে থাকতে পারি না যখন দেখি জনগণের টাকায় হাজার হাজার টাকার বালিস, লাক্ষ লাক্ষ টাকার পর্দা কিনে। আর জনগণ অক্সিজেন পায় না। নার্স ডাক্তাররা পার্সোনাল প্রটেক্টিভ ইকুভমেন্টের অভাবে চিকিৎসা দিতে পারে না। সাধারণ জনগন সামান্য চিকিৎসার অভাবে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেও চিকিৎসা না পেয়ে মারা যায়।

যখন জনগনের টাকায় সরকারী কাজের নাম করে শুয়োরের পাল গুলো বিদেশ ভ্রমন আর ক্যাসিনো জুয়ার জন্য বিদেশে গিয়ে ফুর্তি মারায়।

যখন দেখি সাহেদের মত বাটপারেরা বিনা লাইসেন্সে ম্যাডিকেল চালায় বছরের পর বছর। সাবরিনার মত পতিতাদের হাতে থাকে আমাদের স্বাস্থ্য খাত। আবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা টেষ্টের জন্য অনুমতিও পায়। এরাই আবার ভূয়া টেষ্ট রিপোর্ট দিয়ে দেশকে মৃত্যুপুরীতে রূপান্তর করে।

মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যাই। এই শুয়ারদের অনুভূতি প্রকাশের যুতসই কোন ভাষা খুঁজে পাই না। এদের যতদূর সম্ভব আল্লাহ্ তায়ালা কোহেকাফের ল্যাট্রিনের মাটি দিয়ে তৈরী করেছে। নইলে এতো খারাপ হয় কেমনে।

দেশ আজ বড় কষ্টে আছে। স্বাধীনতা আজ কাঁদছে। এভাবেই কি দেশটা ধ্বংস হয়ে যাবে। শুয়োরের পাল গুলো দিয়ে দেশটা ছেয়ে গেছে। এখনেই সময় এদেরকে শায়েস্তা করা। আমরা কি এখনো ঘুমিয়ে থাকবো?

সকালের সূর্যের আলো দেখতে হলে সকাল সকাল উঠতে হবে। তাই তো কবি বলেছিল -

"আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে"।

images 1.jpeg

Source



0
0
0.000
6 comments
avatar

সর্বাঙ্গে বিষ আমার ওষুধ লাগাই কোথায়😂

0
0
0.000
avatar

ঐ শুয়োরের গুলোর অন্ডকোষে মরিচের গুরা মাখে দিলে বাকি গলো ঠিক হয়ে যাবে।

0
0
0.000