জীবনে বড় হতে হলে ........

avatar

মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে। এই অপ্রাপ্তি কিভাবে হ্যান্ডেল করবেন তার উপর।

মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে। এই দুঃখ কষ্ট আপনি কিভাবে মোকাবিলা করবেন তার উপর।

মানুষের অবহেলা মানুষকে মানসিক ভাবে শক্তিশালী করে তোলে। যদি নিজের উপর দৃঢ় থাকেন।

বড় হতে হলে, ম্যাচিউর হতে হলে, মানসিক ভাবে শক্তিশালী হতে হলে অপ্রাপ্তি, অপূর্নতা, অবহেলা, দুঃখ, কষ্ট, হতাশা এবং অভাব মানুষের মোকাবিলা করতে হবে। এইসব জীবনে থাকাটা খুবই জরুরী।

অভাব, অবহেলা, অপ্রাপ্তি, অপূর্ণতা, দুঃখ, কষ্টে হতাশায় দু চার রাত নিঃসঙ্গ হয়ে কেঁদে কেঁদে চোখ লাল না করলে, চোখের পানি গড়িয়ে বালিশ না ভেজালে, কাঁথা দিয়ে মাথা মুড়িয়ে কাঁথার কোন দিয়ে চোখের পানি না মুছলে, বিষন্নতা নিয়ে দু চারটা রাত না ঘুমিয়ে কাটালে, ক্ষুধার্ত হয়ে দু একটা দুপুর পায়ে হেটে পথে পথে না ঘুরলে জীবন কি জিনিস বুঝবেন না। অবহেলায় অবজ্ঞায় নিজের কাছে নিজের অস্তিত্ব সংকট ধরা না পরলে, জীবন সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়েনা।

জীবনের মানে বুঝতে হলে দুঃখ কষ্ট হতাশা অবহেলা পাশে থাকতে হবে। বড় হওয়া, ম্যাচিউর হওয়া, মানসিক ভাবে দৃঢ় এবং শক্তিশালী হওয়া ততোটা সহজ নয় যতোটা আমরা ভাবি। এটি একটি তিক্ত অভিজ্ঞতা।

FB_IMG_1593183121075.jpg
My Fb wall

FB_IMG_1593183157862.jpg
My fb wall



0
0
0.000
4 comments
avatar

দেয়ালে পিঠ না থাকলে মানুষ শেখে না ভাই । অনেক ভালো লিখেছেন ,এটা একদম চরম সত্য তুলে ধরেছেন ধন্যবাদ ।

0
0
0.000
avatar

প্রতিটি বাধা আমাদের কে একটি সিড়ি পার করতে সাহায্য করে। তাই জীবনে বাধা আসলে তাতে ভেঙ্গে না পরে সেটাকে উপভোগ কিভাবে করা যায় ভাবতে হবে।

0
0
0.000
avatar

কবির ভাষায়...

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে

আপনার কথা ঠিক। মানসিকভাবে শক্ত হওয়া, ম্যাচিউরড হওয়া অতটা সহজ নয়, যতটা আমরা মনে করি। তবে একবার যখন সেটা আমরা পেরে উঠি, তখন কোনো বাধা আর বাধা হয়ে দাঁড়াতে পারে না সামনে। সফলতা তখন অনিবার্য হয়ে যায়।

0
0
0.000
avatar
(Edited)

আপনাকে ধন্যবাদ কবির ভাষায় দুটি লাইন মনে করিয়ে দেওয়ার জন্য। আসলে এই দুটি লাইন সম্পূর্ণ পোস্টের অর্থ বহন বহন করে।

0
0
0.000