আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগে নতুন আরেকটি রেসিপিতে ।
আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে স্পঞ্জ পাউন্ড কেক । এই কেকটা খুব সফট ও খেতে অনেক সুস্বাদু । আমরা বিভিন্ন সময়ে বাইরের দোকান থেকে বা বেকারি থেকে কেক কিনে খাই ও পরিবারের জন্য নিয়ে যাই ।
বেকারিতে তৈরি এই কেকগুলা কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমরা খুব ভালোভাবেই জানি । এগুলো খেতে সুস্বাদু হলেও আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর । আমরা একটু চেষ্টা করলেই বাসায় খুব সহজে সুস্বাদু এরকম বিভিন্ন খাবার তৈরি করতে পারি । এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং ঘরে বিভিন্ন সময়ে অতিথি আপ্যায়নেও সহযোগিতা করে ।
তো চলুন দেখেনি কিভাবে ঘরে খুব সহজে স্পঞ্জ পাউন্ড কেক তৈরি করবেন ।
উপকরন :
৩ টা ডিম.
চিনি ১/৩ কাপ.
তেল ১/৩ কাপ.
ময়দা ১ কাপ.
বেকিং পাউডার ১ চা চামুচ.
গুরা দুধ ২ টেবিল চামুচ.
বাদাম.
কিসমিস.
ভিডিওটি বুঝতে কোন সমস্যা হলে বা কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন । আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ।
আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ।
আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ।