# কবিতার খাতা

avatar
(Edited)


Made by canva

ব্যস্ততার কারনে বই পড়া হয় না অনেকদিন। ইচ্ছে হলো! ছুটির আলসে দুপুরে বইয়ের তাকে খুজছিলাম পছন্দের কোন বই।উল্টে পাল্টে দেখছিলাম! ধুলো জমে গেছে, কোনটাতে আবার আরশোলা সযত্নে ডিম রেখে গেছে, তাদের ছানা দেখার অপেক্ষায়!

হঠাৎ খয়েরি রংয়ের ডায়েরিতে চোখ পড়ল! ইশ! কি অবস্থা হয়েছে! ওটা নিয়ে বারান্দায় এসে পরিষ্কার করতে লাগলাম।কি পছন্দেরই না ছিলো আমার 🙁 বছর শুরুতেই বাবা অনেক ডায়েরি পেতো।পড়ার কোন নোট, দেখা যেত ওখানেই লিখতাম আমরা। সুন্দর কোন ডায়েরি পেলেই দুই বোনের কাড়াকাড়ি লেগে যেত! কে আগে নিবে! ঐ বার আব্বুই দিলো আমাকে। খয়েরি চামড়ার ময়লাটের ডায়েরিটা বেশ পছন্দেই হোল আমার 🙂 ওটায় লেখা শুরু করলাম পছন্দের কবিতার দুই একটা লাইন!

কলেজ জীবনের শুরুতে একজনকে খুব পছন্দ হয়েছিল! বলা হয়ে উঠেনি কখনো। তার জন্যই এক সময় আমার ডায়েরির পাতা ভরে উঠেছিল হাজারো কবিতার পছন্দের লাইন নিয়ে।

পৃথিবীতে হাজারো না পাওয়ার গল্প আছে আর কিছু কথা আছে , যা আজীবন না বলাই থেকে যায়।তাই কথা গুলো থেকে আর গল্প হয় না!চরিত্র গুলো দিয়ে নতুন গল্পের শুরু হয়।কোন এক ভরা পূর্নিমা রাতে তোমার হাত ধরে, গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে চেয়েছিলাম।কথাটা বলতে পারিনি তো কি হয়েছে?

জানো বাস্তবের তুমিটা থেকে আমার স্বপ্নের তুমিটা বেশ!সে আমাকেও ভালোবাসে!সে আমার চোখের দিকে তাকায়,চোখেই হারায়, বুঝিয়ে দেয় তার হৃদস্পন্দন এক পলকেই!

জানানো হয়নি, আমার একটা প্রিয় কবিতার খাতা আছে! সেখানে আছে আমার সব পছন্দের কবিতা।মাঝে মাঝে আমার মনের তুমিকে শোনাই কোন এক প্রিয় লাইন! তুমি অবাক হয়ে শোন লাইনগুলো, বলো কোথায় খুঁজে পেলে?!

আচ্ছা তোমাকে এই কবিতার কথা কি বলেছিলাম?

প্রেমিক – জয় গোস্বামী
তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন
আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল।
পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকেগেছে।
আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে
আজ সেখানে এক পা-ও এগোনো যাচ্ছে না, এত জঙ্গল।
গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না।
তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে
আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারাদিন।
এমনকি তোমার দেওয়া পেজ-মার্কের সাদা পালকটাও
যে বইতে রেখেছিলাম, সেখানে আজ
কত সব পাখি উড়ছে, বসছে, সাঁতার কাটছে।
তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা,
সব বই আজ সূর্য, সব বই দিগন্ত …

থাকুক মনের অভ্যন্তরে সব।আমাদের গল্পটা না হওয়াই থাকলো! আমি আজীবনই মেঘ। ইচ্ছে হলে ঘরে এসে বৃষ্টি নামাই। আমাকে দেখে মনে হতেই পারে হাত বাড়ালেই ধরা যায়। খুব সহজ ভাবে নিয়ে ফেলে আমাকে।

হাজার ভোল্টের বিদ্যুৎ চমকানি না দেখা পর্যন্ত বিশ্বাসই করে না আমি কি।



0
0
0.000
2 comments
avatar

অনেক সুন্দর লিখেছেন। এই কবিতার মাধ্যমে খানিকটা বোঝা গিয়েছে যে প্রেম না পেয়েও অপূর্ণ থাকে না। শেষ মুহূর্তের হাজার ভোল্টের বিদ্যুৎ এই লাইনটা "আমার" ভিতরের প্রকৃত ভালোবাসা ও গুনের কথা ইংগিত করেছে বলে আমার মনে হয়েছে। সব মিলিয়ে সুন্দর হয়েছে।

0
0
0.000
avatar

পূর্ণতা অপূর্ণতা নিয়ে জীবন।কিন্তু আমরা আবার নিজ গুনে অন্যন্য।ধন্যবাদ আমার লেখা টি পড়ার জন্য :)

0
0
0.000