"HJBRL>হযবরল"

avatar
(Edited)
আজ আমার মন ভালো নেই ,

20210429_233942.jpg
সংরক্ষিত


বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি ও সম্মান করতে শিখুন।
দশ দিন ভদ্র ব্যবহার করে এক দিনেই সব ধুলির
সাদ করে দিবেননা। তাদের সাথে দুর্ব্যবহার করবেননা। তাদের নাম ধরে ডাকাটা কোন স্মার্টনেস নয়। কেউ সেটা ধরিয়ে দিলে উলটো তাকেই নেগেটিভ ভাবা হয়। অন্যকে ছোট করতে গিয়ে নিজের মূর্খতার পরিচয় দিবেন না।

আমরা শিক্ষিত হয়েছি কিন্তু শিক্ষা অর্জন করে সেটা বাস্তবায়ন করতে শিখিনী। শিখেছি অহংকার করতে, শিখেছি নিজের শুনাম করতে আর অন্যকে কথায় কথায় অপমান,আর ছোট করতে। অন্যকে হেয়ো করে দুষ্টামি ফাইজলামি করাটা অভদ্রতা বা নিচুু মন মানসিকতার পরিচয়।

কখনো খুব ভালো, কখনো উটভট কিছু আচরণ আর মুখে সব সময় নিকৃষ্ট খারাপ ভাষার ডিকশনারি। এমন কি বাবা মায়ের সামনে বলতেও তোয়াক্কা করিনা। নিজেকে খুব জিনিয়াস আর সব জান্তা সমসের ভাবি।এসব মন মানসিকতা সুন্দর পরিবেশের ভারসাম্য নষ্ট করে।

অনেকের কাছে এটা তুচ্ছ বা কোনো বেপারনা মনে হতে পারে। কিন্তু অনেকের কাছে সেটা অনেক কিছু। সবই পরিবেশ। যে যেমন পরিবেশে বেড়ে উঠে আর কি। মেন্টালিটি! আমার মন মানসিকতা খুবই নেগেটিভ কারন আমি বড়দের সামনে খারাপ আচরন, খারাপ কথা বলতে সংকোচ বোধ করি।

যখন তখন যার তার সামনে কাউকে অপমান করিনা।যতক্ষন না সহ্য সীমানার অতিরিক্ত কিছু হয়। সব কিছুরই একটা লিমিট থাকে। অন্যের ব্যক্তিত্যকে নিয়ে বাড়াবাড়ি এখন যেন একটা কালচার হয়ে গেছে।

আমার নেগেটিভ চিন্তায় আর একটা বিষয় খেলা করে সেটা হলো মহামারী করোনা। পৃথিবীতে পাপিদের পাপ মোচন করার একটা সূবর্ণ সুযোগ দিচ্ছে। সবাইকে সচেতন হতে বলছে।

বিশ্বে অন্যান্য দেশে লকডাউন দেওয়ার আগে ঘরে ঘরে নিশচিত করে খাদ্য ত্রান। আর আমাদের দেশে আগে সাটার ডাউন পরে লকডাউন।যারা দিনে আনে দিনে খায়।তাদের ঘরে যদি না আসে ত্রান, তাহলে কিসের করোনা কিসের লকডাউন।

বাচা মরা সমান সমান। তাই হয় মরবো না হয় মারবো। অন্যদিকে ডাকুর দল ত্রান আত্মসাৎ করে
কত মানুষের মৃত্যুর দায়িত্ব নিচ্ছে।
আহ্ কি দায়িত্ববান।

ডাক্তার, পুলিশ, ম্যাজিট্রেট এরাও তাদের ক্ষমতাকে ভাইরাল করছে। অনেকের ক্ষেতে প্রযোজ্য, অনেকের ক্ষেত্রে প্রযোজ্য নহে। মোরাল অফ দ্যা স্টোরি যেদিকে তাকাই সেদিকেই দেখি (HJBRL>হযবরল)

Thanks for all #HIVE Users by #pradiproycse



0
0
0.000
0 comments