RE: সর্বত্রে ধর্ষণ

You are viewing a single comment's thread:

দুপুরে খেতে বসলে যাও একটু টিভি টায় খবর দেখবো খালি এগুলাই চলে। খুন,লুট,দুর্নীতি,ধর্ষণ এগুলাই। মানে ইতিবাচক খবর গুলো একদম ই কম। সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন আর পএিকা সব যায়গায় এক ই চলে। আজ একটা চলছে সবাই হুমরি খেয়ে পরছে কাল নতুন একটা আসবে তারপর আগের টার আর পাওা নাই।
ভাই পুরাই ফ্রাস্ট্রেটেড এগুলা দেখতে দেখতে।
এজন্যই একজন বলেছিল" আই ফাক ইউ বাংলাদেশ, আই এম ইটালিয়ান পাসপোর্টধারী" তারা অন্য দেশে কামলা খাটলেও শান্তি তে আছে।আমাদের মতো এত দিক দিয়ে ধর্ষিত হচ্ছে নাহ।

যাইহোক অনেক দিন পর ভাই এর লেখা পেলাম।



0
0
0.000
3 comments
avatar

একটু সংশোধন করে দেই ইতালিয়ান প্রবাসী বলেছিল আই ফাঁক ইউর বাংলাদেশী সিস্টেম। সেখানে সে আমাদের সিটেমকে কে বলেছে যা সত্যিই বলেছে খারাপ কিছু বলে নাই।

দেশটা রসাতলে গেছে। চোর বাটপার দুর্নীতিবাজ দিয়ে ভরে গেছে। এর পরিত্রাণ যে কবে হবে?

আসলেই ঠিকেই বলেছেন, এইসব আর নিতে পারছি না। আর কত? আমি তো টিভি দেখাই ছেড়ে দিয়েছি।

0
0
0.000
avatar

হ্যা, এরকম ই বলেছিল,সরি ফর দ্যা লিটল মিসটেইক।

পরিএাণ দেখছি নাহ। সবাই ই ভোগ দখলে ব্যাস্ত।
নিজেদের অবস্থান থেকেও যে সৎ পথে চলবো তারও অবকাশ রাখতেছে নাহ। আশাবাদী, পরিবর্তন আসবে।

0
0
0.000
avatar

জি ঠিকেই বলেছেন, নিজের অবস্থান থেকেও যে সৎ পথেসচলবো তারও অবকাশ নাই। তবে সৎ পথে চলতে সব সময় বাধা ছিল। আমাদের তবুও নিজেকে সৎ পথে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

ইনশাআল্লাহ্ একদিন আলো আসবেই।

0
0
0.000