The tradition of marriage home in the village of Bangladesh//বাংলাদেশের গ্রামের বিয়ে বাড়ির ঐতিহ্য

avatar

হ্যালো বন্ধুরা

সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।
বন্ধুরা আজ আমি এখানে বাংলায় পোস্ট করলাম।
আজ আমি বাংলাদেশের একটি ঐতিহ্য নিয়ে কথা বলবো।আর তা হলো বাংলাদেশের গ্রামে বিয়ে বাড়ির একটি ঐতিহ্য।

চলুন কথা বলি

গত শুক্রবার আমি গ্রামে আমার এক আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম।আমি বিয়ে বাড়িতে তিন দিন ছিলাম।বিয়ে বাড়িতে আমি খুব মজা করে থাকি।বিয়ে বাড়িতে সত্যিই অনেক মজা হয়।যেমন বিয়ের পরের দিন ছেলের বাড়ি থেকে যখন মেয়ের বাড়িতে নতুন বর ও আত্মীয় স্বজন আসে তখন তাদের পিঠা খেতে দেওয়া হয়।তাদের বিভিন্ন রকমের পিঠা তৈরি করে খাওয়ানো হয়।এই পিঠা খাওয়ানো একটি বাংলাদেশের গ্রামের বিয়ে বাড়ির ঐতিহ্য।এই পিঠা খাওয়ার সময় অনেক মজার মজার কথা শুরু হয়।তখন একে অপরের সাথে মজা করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে।বিভিন্ন ধরনের পিঠা থাকে, সব দিক দিয়েই অনেক মজার একটি বিষয় তৈরি হয়ে ওঠে।গ্রামের ঐতিহ্যবাহী এসব বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া সত্যিই খুব আনন্দের।আমি গ্রামের বিয়েতে অংশ নিয়ে সত্যিই খুব আনন্দিত ছিলাম।আমি তাদের সাথে খুব মজা করেছি।আমি বিয়ের অনুষ্ঠানে দুই বাড়িতে দাওয়াত খেয়েছি।বিয়ের পরের দিন পিঠা খাওয়ার আয়োজনে অংশ নিয়ে আমি খুব মজা করেছি।ঐতিহ্যবাহী সেই পিঠা খাওয়ার মুহূর্তে আমি কিছু ছবি তুলেছি।ছবিগুলা আমি আমার ব্যবহৃত মোবাইল ক্যামেরা দিয়ে তুলেছি।ছবিগুলো আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।বন্ধুরা বিয়ের অনুষ্ঠানের পিঠা খাওয়ার মুহূর্তের সময় খুবই মজা করেছিলাম।তাই সুন্দর সেই মুহুর্তের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম।আমি একজন বাংলাদেশী ছেলে।তাই আজ আপনাদের সাথে বাংলায় কথা বললাম।আশাকরি আপনার আমাকে সমর্থন করবেন।
ধন্যবাদ,সবাই ভাল থাকবেন।

@mdaminulislam



0
0
0.000
4 comments
avatar

Thanks for sharing your experience with us!
TIBLogo

You have been curated by @hafizullah on behalf of Inner Blocks: a community encouraging first hand content, with each individual living their best life, and being responsible for their own well being. #innerblocks Check it out at @innerblocks for the latest information and community updates, or to show your support via delegation.
0
0
0.000
avatar

You post has been manually curated by BDvoter Team! To know more about us please visit our website or join our Discord.

Are you a Splinterlands player? If Yes, then checkout MonsterMarket.io. Get instant 3% cashback on every card purchase, and 2% cashback on every booster pack purchase on MonsterMarket.io. MonsterMarket has the highest revenue sharing in the space - 60% for cards and 40% for packs, no minimum spending is required. Join MonsterMarket Discord.

BDvoter Team

0
0
0.000