আকাশ ; মুক্ততার পরিস্ফুটন

avatar

আকাশ !! সেতো আমার ভালোলাগা , মুক্ততায় মাখা এক স্নিগ্ধতা , অচেনা ব্যক্তিকে আঁকড়ে ধরার একমাত্র উপায় !! তাই মেঘরাশির মুক্ত চলাচল আমার মনের মাঝে মুক্ত থাকার দোলা দেয় , এই মুক্ততার মাঝে অচেনা ব্যক্তি দূর হতে অন্যরকমভাবে মনকে ছুঁয়ে দেয় !!

তাই আমি অবেলায় আকাশ দেখি , চেয়ে থাকি , আকাশের দিকে তাকিয়ে অজান্তেই ভাবি : "আমার এক পােষ মানা পাখি লাগবে, মুক্ত আকাশে ঘুরেও যার মনে সন্ধ্যা নামার আগেই বাড়ি ফেরার তারা থাকবে, যাকে পুরাে আকাশের আলিঙ্গনও ঘরের স্নিগ্ধতা থেকে ভােলাতে পারবে না..... যেই মানুষটা মুক্ততা পেয়েও দক্ষিণ দিকের এক ভগ্ন দ্বারের মায়াতে বাঁধা থাকবে ...."

IMG_20201125_221717.jpg

উদাসীনতায় এই কাছের ভাবা আকাশটাকে আঁকড়ে ধরি , হুশ ফিরলে মাঝে মাঝে অনেক কাছের ভাবা এই মুক্ত আকাশটাকেও অনেক দূরের মনে হয় , তখন ভাবি আসলেই তো আকাশটা অনেক দূরে , উচ্চবিলাসী ...তাই আকাশ দেখতে দেখতে ভার করা মনে বলে ফেলি: " তােমার উচ্চবিলাসীতার পানে একটুখানি জায়গা আমার জন্যে রেখাে ; তুমি চাইলে আমার করুণতাটুকুও তােমার কাছে রেখাে , বিকেলবেলার উঠান পানে স্বল্প স্নিগ্ধতাটুকুও তােমার নামে নিয়াে , শেষ বিকেলে আমারই উঠানে তােমার তীক্ষ্ণতাটুকু হলেও
দিও !! "

সকলই অসম্ভব কল্পনা , বাস্তবতা নেই , যাকে আকাশ ভেবে গল্প বুনে যাই তার আকাশের এক কিনারেও এই ভগ্ন দ্বারের জায়গা নেই , তবুও কল্পনা করতে ভালোবাসি , মেঘবালিকা উড়ে গিয়ে যদি আমার হয়ে তার কাছে কিছু বলে
দেয় !! অজান্তে মনকে এই মিথ্যা আশ্বাস দেই ...

সকল ভাবনাকে উড়িয়ে দিয়ে যখন সেই অচেনা এক স্পর্শ ছুঁয়ে দেয় , অচেনা এক স্পর্শের স্নিগ্ধতা গায়ে রোমাঞ্চকর অনুভূতি দেয় , তখনই তাকে আঁকড়ে ধরে বলতে ইচ্ছা হয় :
" নিয়ে যাবেন ত্রিসীমানার শেষটুকুতে ?! এই পাড়ায় অনেক ঝঞ্জাট , ঝঞ্জাট নির্মূলের উপায় টুকু নাহয় আপনার হাত ধরেই করে দিবেন !! সময় হবে তাে আপনার ত্রিসীমানার নিকট আমাকে আগলে নেওয়ার ?!"
IMG_20201125_220108.jpg

সকলই ভাবনা , ঘুমের ঘরে নাহলেও নেশার ঘরে এইসবই ভেবে যাই , রাতের তিমিরতা এই কল্পনা জগৎকে আরো বাড়িয়ে দেয় !!

কল্পনা ভেঙে হুশ আসার পর বুঝতে পারি আমি আর সেই অচেনা ব্যক্তি মিলে আমরা হয়ে উঠা হলাে না !! দক্ষিণের এই আকাশ অজান্তেই দুই সত্ত্বাকে "আমরা" ভেবেছিলাে !! তার চোখে
" আমরার" অস্তিত্বের লেশ মাত্র নেই! আমার হারাবার তাে কিছু নেই ও তাই হয়তাে অজানা সােপানে ছন্নছাড়া স্বপ্ন বুনে যাই ....

IMG_20201125_220053.jpg

রাতের তিমিরতা কেটে যায় আমার এই বেহিসাবি ভাবনাও পালিয়ে যায় , দিনের ব্যস্ততায় আমার মাথায় আর অবাস্তব এই কল্পনা আসে না , বাস্তবতা নিমিষেই মেনে নিতে পারি , কিন্তু আমি বাস্তবতা যে চাই না !! তাই মিথ্যা আশ্বাস দিয়ে ভরা রাতের আঁধার আমার বড়ই আপন , রাতের আঁধারে দিনের আকাশের দিকে চেয়ে থাকা ভাবনা গুলোকে আমি মেলে ধরি আর অচেনা ব্যক্তিকে বক্ষে বাঁধি ....

আকাশের ন্যায় উদারতা দেখিয়ে আমার এই ছন্নছাড়া বেখেয়ালি ভাবময় লেখা পড়ার জন্য সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ প্রদান করে আজকেরমতন আমার কল্পনা শেষ করছি এবং সকলের সুস্বাস্থ কামনা করছি ...



0
0
0.000