অচেনা ব্যক্তির প্রহরণ !! ( তৃতীয় পর্ব )

avatar

সবকিছুর সমাপ্তি থাকে ; সবকিছুরই পরিণতি থাকে !! তবুও উপেক্ষিত হয়েবেহায়া সেজে অচেনা ব্যক্তির পছন্দের সাজে সেজে লজ্জিত চাহনি নিয়ে বসে থাকে আলো আঁধারি !!

InShot_20201224_203757693.jpg

আকাশের মতন উদার মন ধারণ করতে সবাই পারে না , তাই অবহেলা পেয়েও কেউই বেশিদিন কারো দ্বারে ঠাঁই পেতে দারিয়ে থাকে না !! বাস্তবতা ..

যাকে দেখে আজ তুমি পিঠ ঘুরিয়ে ফেলছো একদিন তোমাকে পিঠ ঘুরানোর কষ্টটাও করতে হবে না !! বাস্তবতা , সে থাকবে না ...কারো অপেক্ষার সীমা শেষ হয়ে চিরনিদ্রা যাবে , তোমার উপেক্ষাকে ঐদিন একাকিত্ব অনুভব করতে হবে !! এইটাও বাস্তবতা !! যে তোমাকে নিয়ে সমগ্র কিছু কল্পনায় সাজিয়ে ফেলে , সে তার কল্পনা করাটাও বন্ধ করে ফেলবে , অবহেলায় কিছু থাকে না !! কঠিন বাস্তবতা !!অন্যের শাস্তি যেমন নিজেকে দেওয়া বৃথা তেমনই অন্যের ভুলের ফলস্বরূপ আরেককে তিরস্কার করা বোকামি বিনা আর কিছু না ....

সবকিছুর একটা সীমা পার হবার পর আর কিছুতেই আগের মতন মন ভোলায় না .....তখন স্নিগ্ধতার চেয়ে উপেক্ষার ভয়টা মনে গেঁথে
যায় ۔۔۔۔۔

আলো আঁধারি নিজেকে বদলে ফেলার শপথ করেছে , সে ঠিক করেছে স্নিগ্ধতা নয় তিক্ততার বুলি গাঁথবে ۔۔۔নিজের আত্মার অকাল মৃত্যুর সংবাদ সুরের তালে গেয়ে বেড়াবে ۔۔۔۔স্মৃতি বিজড়িততা নিয়ে হেরে যাবার গল্প বুনবে ۔۔۔তিমিরতার সাথে অজানার প্রেমের কথা
কইবে ۔۔۔۔দক্ষিণের আকাশে তীক্ষ্ণতার চাহনিতে অজানা ভালোবাসার দাফনের প্রয়াস বলে
যাবে , শেষ মেশ একটুখানি স্মৃতি নিয়ে সাদার ত্বরে আলো আঁধারিকে মিথ্যে প্রয়াস টুকো কইবে !!

IMG_20201224_164230.jpg

আকাশটা উদারতা ছুয়েছে ,আকাশের এই উদারতা আলো আঁধারিকে আগে অনেক ভাবাতো এখন আর ভাবায় না , এখন আর আলো আঁধারির হারানোর কিছু নেই !! কিছু অব্যক্ত কথোপকথন নিজের মধ্যে পুরে
নিয়েছে ..তর্কে ভোঁ দৌড় দেওয়া যেত , আলো আঁধারি তা চায়নি ...বিশালতার থেকে নিজেকে চুপিসারে গুছিয়ে নিয়েছে ...দূর থেকে নিজের অধঃপতন টা অপেক্ষার চাহনিতে দেখে
নিয়েছে ..নিজ ভেলা তো সে অনেক আগেই
ডুবিয়েছে ,শেষ সম্বল টুকুও খুইয়ে ফেলেছে ...

ভাব বিনিময় ,বিরক্ত এইগুলো আর নতুন করে যোগ করার আগ্রহটা আর প্রকাশ
করেনি ....গর্ত থেকে বেরিয়ে আশা হাতটা সে নিজেই হারিয়েছে ...শেষ টা হবে ,কর্কশ বাস্তবতা ...এভাবে হয়ে যাবে আলো আঁধারি ভাবতে পারেনি ...

দীর্ঘকালের বুনে আশা অস্তিত্ত্ব কে নিজ হাতেই দাফন করে দিচ্ছে তাতে আক্ষেপ হয় না ....এই বাস্তবতা কারো মুখের আমেজ টা বাড়িয়ে দিবে , সেই আমেজটা না দেখতে পারার আফসোস টা তাকে বেশি ভাবায় ...

মায়াবতী আসে , আলো আঁধারিকে শান্তনা দিতে :

  • কীরে বলেছিলাম না পাগলামি করিস না , পাগল বলে চলে যাবে ?!
    = যায়নি , তবে ধরে রাখার চেয়ে অবহেলা করে ব্যস্ত জীবন পার করছে , আছে যে তাই অনেক !!
  • কী হলো কী ?!
    = কী আর হবে , অপবাদ আসে , আঁধারের মাঝে আরো আঁধার বুনা হয় , আলোতে অপেক্ষা করে অজানার উপেক্ষা দেওয়ার পর আঁধারেও ব্যস্ততা নামে !!
  • আলো আঁধারি !!
    = বহুত দিন পর এই ভগ্ন দ্বারের দিকে ফিরতে পেরেছিলো , শেষ খানিকটাতে বাহানার মতন উপহার হিসেবে অপবাদ দিয়ে গেলো ...
  • তাহলে তোর অচেনা ব্যক্তি ?
    = হ্যাঁ তাই তো !! ...অচেনা মানুষ .... অজান্তেই আলো আঁধারি এই অচেনা প্রাণের হাসিটাকে ভালোবেসেফেলেছে ....
  • শুধু হাসি ?!!
    = হ্যাঁ তাই তো !! ...শুধু তো হাসি নয় ...সমগ্র অচেনা প্রাণটিই তো তার কাছে চেনা ...বড়ই আপন ...একেবারে তিমির রাত্রির মতন আপন ....
  • তিমির রাত্রি ?!!
    = হ্যাঁ !! তিমিরতা আলো আঁধারির বড়ো প্রিয় ....তাই বোধহয় দ্যুলোকের পানে চাহিয়া নিস্পলক চাহনিতে অচেনার পানে মজিয়া সমরের পানে রজনী কাটিতেছে আলো আঁধারির ....
  • সমর ?!!
    = হ্যাঁ !! ভালোবাসাই সমর ...সমরের মূল ভবন ...তবে এই নামক সমরের কোনো ঠাঁই ই নেই আলো আঁধারির জীবনে ...
  • ঠাঁই নেই ?!!
    = আলো আঁধারি এই দুর্লভ বস্তু চায় না ...নিকৃষ্টতার থেকেও নিকৃষ্ট তার জীবন ...অত তৃপ্তির আমেজে সে মজতে চায় না ...আভিজাত্বতার ত্বরে সে নিকেতন ভরায় না ...বনিতা হবার মেকি ভাবনাতে সে ডুবে যায় না ... চন্দ্রমা তার মন ভোলায় না ...তবে মৃদু ঝটিকা তাকে ভাবনাতে নামিয়ে দেয় ...বিত্ততার সোপানে ঢেউ তোলে না , তোলে স্নিগ্ধতার সোপানে ...অলিকের পদচিহ্ন সে ভোলায় না , বেশ করে মজে থাকে .....নিকৃষ্টটাকে মেনে নিয়েই আলো আঁধারি সূচি সেজেছে ....নিশাপতি হতে মেঘটাই যে আলো আধাঁরির বড় আপন ...বড়ই কাছের ....
  • অচেনা মানুষের থেকেও কাছের ?!!
    = হ্যাঁ !!!! সকলের থেকেই তিমিরতাই আলো আধাঁরির কাছের .....

আলো আঁধারি ভাবে হয়তো আনমনা হয়েও তার অস্তিত্বের স্মৃতি কাউকে ভাবাবে না , তবুও এইটা ভেবে নিজেকে শান্তনা দেয় যে আলো আঁধারির দাফনের কর্মকান্ডটাও অতটা সরল হবে না .....

ধন্যবাদ সবাইকে আমার লেখা " অচেনা ব্যক্তির প্রহরণ !! ( তৃতীয় পর্ব ) " পড়ার জন্য , আশা করি আগামীতে আরো ভালো কিছু লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো , আজকের মতন বিদায় নিচ্ছি , সবাই ভালো থাকবেন এই আশা করছি ..



0
0
0.000
2 comments
avatar

Congratulations @mariumsehri! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You published more than 10 posts. Your next target is to reach 20 posts.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Offer a gift to your friends for Christmas
HiveFest⁵ feedback and contest results
0
0
0.000