মেকীতা !!

avatar

আকাশ !! সূর্য !! তীক্ষ্ণতা !!
বুকের পাঁজরে গেঁথে রাখা কাতরতা !!
মেকীতা দিয়ে আকাশ ছোঁয়ার ইচ্ছা !!

InShot_20210124_233644461.jpg

মেঘাচ্ছন্ন বিকেল মন ভোলায় না , মেঘের চতুরতাও এখন আর স্নিগ্ধতা দেয় না !! অস্তময়ী সূর্য আলিঙ্গনের বেঘাত ঘটায় তাই সূর্যাস্ত মনকে শান্তি দেয় না !!

আলো আঁধারি দুঃখ বিলাসী , সে স্মৃতিকে পাঁজরে গেঁথে দুঃখকে আঁকড়ে ধরতে মাধুর্যতা পায় !! তিমিরতার সোপানে বদ্ধ দালানের মাঝে সে স্নিগ্ধতা খোঁজে !! দুঃখ বিলাসে সে সুখ
পায় !!

মায়াবতী আলো আধাঁরির পানে প্রশ্ন করে , আলো আঁধারির উত্তর হয় ছন্নছাড়া !!

  • এমনটা কেন হয়ে গেলি ?!
    => শোনার কেও ছিল ? এখন আফসোস করে হবে কী !! রাত্রী পার হবার আগেই বলে উঠবে " আর দেরি নয় , বাদ ফজর না করে ফজরের আগেই কাজটা সেরে ফেলা যাক !!"

  • আলো আঁধারি !!!
    => সে মৃত , কাফন জড়িয়ে উত্তর-দক্ষিণ দিকে শুইয়ে রেখেছে ...

  • কাউকে বললে লাভ পেতে পারতে ...
    => কে কার কথা শুনবে ?! সবাই কে তো সব বলা যায় না , হাঁসিতে সবাই মেতে উঠে , কষ্ট শুনতে তো কাছের মানুষটারও বিরক্ত লাগে !! বাদ দাও সেসব কথা , এক বিদায়ী আত্মার কথা শুনে লাভ তো নেই !! কাফন শেষ , দাফন টা আলো ফুটবার আগেই যেন হয় , খেয়াল রেখো যেন .....

মায়াবতী চুপ হয়ে যায় ! আসলে তার উত্তর
নেই ! আলো আঁধারির এই হালে , এই অস্থিরতায় মায়াবতীর কিছু করারও তো নেই !!

আলো আঁধারি একাকী থাকে , রাত্রী বাড়ার সাথে সাথে তার অস্থিরতা বেড়ে যায় !!

আনমনে প্রলাপ করে !!

ঘুমিয়েছো ?!!
একটা কথা বলার ছিল যে !!
ইস !! ভোর হয়ে গেছে .... তবে আলো আঁধারির তিমিরতা শেষ হয়নি যে !!....সমস্যা নেই , অভ্যাস আছে তার ....নিজের থেকে অপরের ইচ্ছাটা যেইখানে মুখ্য সেইখানে নিজের আঁধারে আলো ফুটুক আর না ফুটুক ভোর নামিয়ে দেওয়াটাই যে গৌণ !! কেননা ওপর পক্ষের ইচ্ছা টা যে মৃত !!
ফুটুক না উত্তরের আলো , তাতে মেতে উঠুক অন্য কেউ ...বেশ হবে তো বেপার টা! !
বেশ লাগছে তো বলতে " আলো আধাঁরির স্বত্তাতে ভোর হয়েছে "
সকল ভোরই আলো দিয়ে যাবে এমন তো নয় , কিছু ভোর তো মেঘও দিয়ে যায় , তাই নয় কি ?!!
মেঘ জমেছে বেশ হয়েছে , আলো আঁধারির মেঘাচ্ছন্ন বৃষ্টি যে বেশ লাগে !!!

ভোরের আলো ফুঁটলে আলো আঁধারির হুশ আসে !! তখন সে সূর্যের পানে তাকিয়ে নিস্তব্ধ চাহনি নিয়ে বলেই ফেলে
"আমার আর কতখানি রক্তক্ষরণ হলে তুমি আমায় বক্ষে তুলে নিতে ?! আমি না হয় তার থেকে দ্বিগুন রক্ত ঝরাতাম !! "

এই অস্তিত্বের স্মৃতি হয়তো কাউকে ভাবাবে না , তবুও দাফনের কর্মকান্ডটাও অতটা সরল হবে না !! এই ভেবে আলো আঁধারি নিজের মনকে মেকী আশা দিয়ে যায় !! আর রাত্রী হলে ছন্নছাড়া প্রলাপ বুঁনে যায় !!

ধন্যবাদ সবাইকে আমার লেখা
"মেকীতা !!" পড়ার জন্য , আশা করি আগামীতে আরো ভালো কিছু লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো , আজকের মতন বিদায় নিচ্ছি , সবাই ভালো থাকবেন এই আশা করছি ..



0
0
0.000
0 comments