Belief: it's like a leaf !

avatar

Faith is like a leaf in the middle of love! When there is faith, there is love like a raw leaf, through which there is a long way to go without noise ! And when disbelief takes the place of faith, it becomes like a dry leaf, which cannot be passed without noise also breaks as it move on!

ভালোবাসার মাঝে বিশ্বাস হলো পাতার মতন ! বিশ্বাস যখন থাকে তখন ভালোবাসা থাকে কাঁচা পাতার মতো , যার উপর দিয়ে শব্দহীন ভাবে অনেকটা পথ যাওয়া যায় ! আর বিশ্বাস এর জায়গা যখন অবিশ্বাস দখল করে নেয় তখন তা শুকনো পাতার মতন হয়ে যায় , যার উপর দিয়ে শব্দহীন ভাবে যাওয়া যায়না , বরং এগোতে গেলে ভেঙে যায় !

IMG_20210303_154939-7.jpg

Faith is a very important thing in any relationship, it can be in friendship or in love! More important thing than anything is faith! When mistrust overwhelms a relationship, it slowly ends the relationship, in an unknowing way !

যেকোনো সম্পর্কেই বিশ্বাস খুবই দরকারি একটা জিনিস , হোক সেইটা বন্ধুত্বে কিংবা প্রেমের ক্ষেত্রে ! সম্পর্কে মায়ার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বাস ! অবিশ্বাস যখন কোনও সম্পর্কে ভর করে তখন তা ধীরে ধীরে সম্পর্ককে শেষ করে দেয় , অজান্তেই !

When you love someone you have to believe in them, without faith a tendency to doubt is born! And as a result of this suspicion, we unknowingly have a negative attitude towards the other person ... We may not have a specific reason to disbelieve, but as a result of disbelief or skepticism, we unknowingly hurt the other person, make them stressed ! But we do not fix the disbelief that we have created due to our fabrication, as a result we lose many people close to us !!

যখন তুমি কাউকে ভালোবাসবে তখন তার উপরে তোমার বিশ্বাস রাখতে হবে , বিশ্বাস না থাকলে জন্ম হয় সন্দেহ প্রবণতা ! আর এই সন্দেহর তৈরীর ফলে অপর ব্যক্তির উপর নিজের অজান্তেই আমরা নেতিবাচক মনোভাব পোষণ করি ...আমাদের অবিশ্বাস করার হয়তো নির্দিষ্ট কারণ নেই , কিন্তু অবিশ্বাস করা বা সন্দেহ প্রবণতার ফলে আমরা অপর মানুষটাকে অজান্তেই কষ্ট দেই , মানসিক চাপ দেই ! কিন্তু আমাদের মনগড়া কারণে যে অবিশ্বাস আমরা তৈরী করেছি তা আমরা ঠিক করিনা , ফলস্বরূপ আমরা আমাদের অনেক কাছের মানুষ হারিয়ে ফেলি !!

Belief is a very big rare object, not everyone gets it! And many can't keep its value even after getting it !!

বিশ্বাস হলো অনেক বড় এক দুর্লভ বস্তু, সবাই এটা পায়না ! আর অনেকে পেয়েও তার মূল্য রাখতে পারেনা !!

I have seen that a man who can love in many ways has lost his loved one one day only because he could not believe her. Excessive doubt, disbelief is a disease, there is no cure for this .But excessive suspicion or disbelief make him to disrespect that person who closest to him, which is too late to understand for the person who cannot believe!

আমি দেখেছি অনেকভাবে ভালোবাসতে পারা মানুষটাও একদিন তার ভালোবাসার মানুষকে নিজ দোষে হারিয়ে ফেলেছে শুধুমাত্র তাকে বিশ্বাস করতে না পারার কারণে , অতিরিক্ত সন্দেহ করা , অল্পতেই অবিশ্বাস করা হলো একটা
রোগ , এই রোগের কোনও ওষুধ নেই , কিন্তু অতিরিক্ত সন্দেহ করা কিংবা অল্পতেই অবিশ্বাস করার ফলে কাছের মানুষটাকে অসম্মান করা হয় ,বিশ্বাস করতে না পারা মানুষটার কাছে যা বুঝতে অনেক দেরি হয়ে যায় !

It is important to have complete trust in another person without disbelief all the time, if the other person is not trustworthy then we will know the person, and if he/she is trustworthy then we will be happy, just losing our mental balance by disbelief is foolish!

সব সময় অবিশ্বাস না করে অপর মানুষটার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে
হয়, যদি অপর মানুষ বিশ্বাসযোগ্য না হয়ে থাকে তাহলে আমরা মানুষ চিনবো , আর যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে আমরা ভালো থাকবো , শুধু শুধু অবিশ্বাস করে নিজের মানসিক ভারসাম্য হারানোটা হলো বোকামি !

I don't believe in everyone but I don't have unreasonable doubts about anyone, at the end of the day I have been betrayed by many but I don't disbelieve others for one group of traitors!

আমি সবাইকে বিশ্বাস না করলেও কাউকে নিয়ে অযথা সন্দেহ মনের মধ্যে পোষণ করিনা , দিন শেষে অনেকের কাছে বিশ্বাসঘাতকতা পেয়েছি ঠিকই কিন্তু আমি এক গোষ্ঠী বিশ্বাসঘাতকদের জন্য অন্যদের অবিশ্বাস করিনা !

It seems to me that if he wants to he will just keep the trust , I don't doubt unnecessarily , there is no point in keeping an eye on him, there is no point in creating unnecessary self-stress!

আমার কাছে মনে হয় যে বিশ্বাস রাখার সে এমনিই রাখবে , অযথা সন্দেহ করে , তাকে চোখে চোখে রেখে লাভ নেই , অযথা নিজের মানসিক চাপ সৃষ্টি ছাড়া এর উপকারও নেই !

Yes, I have cheated by many ones many times, I recognized people many times whenever I got cheated by them ! Yet today I trust people, I know I will get betrayed by many more in the future! Yet I will trust people, because I need to be emotionally happy at the end of the day! I do not waste my happiness by being unnecessarily skeptical! If you Cheat me , OK ! I can recognize more people!

হ্যাঁ , আমি বহুবার ঠকেছি , যতবার ঠকেছি ততবার মানুষ চিনেছি ! তবুও আজ আমি মানুষকে বিশ্বাস করি , আমি জানি ভবিষ্যতে আমি আরও ঠকবো ! তবুও আমি মানুষকে বিশ্বাস করবো , কারণ দিন শেষে আমার মানসিক খুশি থাকাটা আমার কাছে আমার প্রয়োজন ! অযথা সন্দেহপ্রবন হয়ে আমি আমার খুশি থাকাটা নষ্ট করিনা ! ঠকি ঠিক
আছে , ঠকেই আমি মানুষ চিনতে পারি !

Thanks everyone for reading my article . Stay safe, stay happy & blessed. By for today ...



0
0
0.000
0 comments