অচেনা ব্যক্তির প্রহরণ !! (প্রথম পর্ব )

avatar

কিছুটা প্রতীকী কিছুটা বাস্তব ....
কিছুটা কাল্পনিক কিছুটা দার্শনিক ...
বাকিটা অচেনা ব্যক্তির প্রহরণ !!

InShot_20201221_144742922.jpg

দক্ষিণ পাড়ায় মেঘের ঘনঘটা , বৃষ্টি নামে , তবে তা আঁধারে !!
কিছুটা অরাজকতা , কিছুটা ধিক্কার , কিছুটা অতৃপ্তি ..বহু না পাওয়ার মাঝে এইগুলা পাওয়া টাও বেশ ছিল !!

" যা পেয়েছি তা চাইনি , যা চেয়েছি তা পাইনি " এমন চলছিল অমায়িক জীবন ...অবেলায় হঠাৎ এক তীক্ষ্ণ প্রাণের আগমন , এসেছে তো কি হয়েছে !! আলো আঁধারি আর কারো আগমন দ্বারা থামবে না , কারো আগমনে নতুন করে নিজেকে ভাঙবে না , আলো আঁধারিকে তিমিরতা ডাকছে , এই তিমিরতা তার বড় আপন , কখনও পিছু ছাড়ে না !!

এই প্রাণ তো বেশ ভাবাচ্ছে , ভাবাক তো , এইগুলো নিয়ে ভাবলে আবার নিজেকে ভাঙতে হবে !!

না , এই অচেনা প্রাণটা রাগী কিন্তু এতো আপন কেন মনে হচ্ছে ?! এতোটা কাছের যেন নিজের আষ্টে পৃষ্টে জড়িয়ে আছে , যার কাছে নিজেকে পুরোটা নির্দ্বিধায় বলা যায় , নিজের সত্য মিথ্যা সব বলা যায় , নিজ স্বত্তাকে পরিপূর্ণ ভাবে প্রকাশ করা যায় !!

কথা ছিল ...মনের কোথাও আকুপাকু
করছিলো ...কথা গুলো যথার্থতা বুঝার জন্য আপনি টা ছিল না যে ...
ঘুম টা দ্বার পাড়াতে এসে স্বপ্ন আঁকছিলো ...ভগ্ন দ্বারে আছাড় দিয়ে ফের ছন্নছাড়া
হয়েছে ...চোখের পলক পরেছে ...ঘুম টা আর আসেনি ...ঘুমের মর্মটা বুঝানোর জন্য আপনি টা ছিল না যে ....

কবিতা লিখেছে অচেনার পানে ....ভাবনা গুলোয় মিলিয়ে দিয়েছে ফের কবি হবার আগেই ...কবিতা শোনার জন্য আপনি টা ছিল না
যে ....

ক্লান্ত তেও ক্লান্তি নেই ...শেষের ঝড়ের বেগটাও না কেন যেন আগের মতন নেই ! ওই যে শেষ বেলায় আপনি টা ছিলনা যে ...

বিশেষতার খাতিরে দক্ষিণের চৌকাঠটাও যে আজ নড়বড়ে হয়ে গিয়েছে বটে ....সব কথার সোপান টাই যে এক কথা " আপনি টা ছিল না
যে "

না !! এই অচেনা প্রাণ , এই রাগী মানুষটাই আলো আঁধারির সব , আলো আঁধারির এই "আপনি " টা আছে , অনেক কাছের , যাকে একান্ত ব্যক্তিগত বলা যায় , যাকে ভালোবাসা যায় এমন একজন ...

অচেনা প্রাণের আগমন ঘটেছে আলো আঁধারির জীবনে , একবারে নিজের করে নিয়েছে আলো আঁধারিকে সে , এই আগমন আলো আঁধারিকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে , হ্যা !! আলো আঁধারি এই অচেনা প্রাণকে ভালোবেসেছে , ভালোবাসবে ...কারণ এই অচেনা প্রাণ টা একবারে আলো আঁধারির ব্যক্তিগত , অনেক আপন , অনেক কাছের ...আর আলো আঁধারি নিজের জিনিস আঁকড়ে হলেও নিজের রাখে , আর এই অচেনা প্রাণ তো আলো আঁধারিকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে , বেঁচে থাকার জন্য একটা উপায় দিয়েছে , এই অচেনা প্রাণ আলো আঁধারিকে নিজেকেই দিয়েছে ..

অকারণে , অসময়ে , অবেলায় , অজান্তেই বলে ফেলি " ভালোবাসি "...এই অচেনা প্রাণটা একান্ত আমার , আমার মানে আমার , আর আলো আঁধারি তো অচেনা প্রাণ বাদে আর কারো হতে পারে না ...
এই অচেনা ব্যক্তির আর আলো আঁধারির গল্পকথা কিছুটা গোপন থাক ...

অবেলার স্নিগ্ধতা আর মোহটা বেশ মানিয়েছে , বেশ করে ভালোবাসা দিয়েছে , বেশ করে আঁকড়ে রেখেছে

" তোমাকে ভালোবাসা দিলে থামা যায় না ;
আনমনা মনে ভাবনা তুমি !!
সজ্ঞান মনের ভাবনা তুমি !!
এতোটা স্নিগ্ধতা যা ক্ষীণ হয় না !!
হয়তো তাই তুমি আমার , এইটা বলতে আমি ক্ষান্ত হই না "

অবশেষে আলো আঁধারির অচেনা ব্যাক্তিকে খোঁজের যাত্রা শেষ হলো !!

ধন্যবাদ সবাইকে আমার লেখা " অচেনা ব্যক্তির প্রহরণ !! (প্রথম পর্ব ) " পড়ার জন্য , আশা করি আগামীতে আরো ভালো কিছু লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো , আজকের মতন বিদায় নিচ্ছি , সবাই ভালো থাকবেন এই আশা করছি ..



0
0
0.000
0 comments