অচেনা ব্যক্তির প্রহরণ !! (দ্বিতীয় পর্ব )

avatar

ভোর হয়েছে !! আলো আঁধারির জীবনের তিমিরতা কাটেনি , তাই ভোর হোক বা গভীর রাত হোক আলো আঁধারির কাছে উভয়ই এক !! তবুও আলো আঁধারি আলতা পরে শাড়ি জড়িয়ে এক মেকী স্বপ্ন বুনেই যায় !!

InShot_20201222_200329830.jpg

দক্ষিণের ভগ্ন দ্বারে ভঙ্গ এক হৃদয় নিয়ে আলো আঁধারি এক অচেনা ব্যক্তির স্নিগ্ধতার ডোরে নিজেকে বাঁধছে !! নিজের করে পেয়েও অচেনা ব্যক্তিকে হারানোর মর্মান্তিকতা সে খুব করে টের পাচ্ছে !!

এক তিমির রাত্রে অচেনা ব্যক্তি আলো আঁধারির জীবনের সকল তিমিরতা উধাও করে
দিয়েছিল , অচেনা ব্যক্তি তার স্নিগ্ধতা দিয়ে আলো আঁধারিকে মুগ্ধ করেছিল , সকলই অতীত , আলো আঁধারি আবার তিমিরতায় আকৃষ্ট হয়েছে , তিমিরতার আলিঙ্গনে আলিঙ্গিত হচ্ছে প্রতিনিয়ত !!

ভঙ্গ দুয়ারে প্রেম নামক বস্তুর আনাগোনা
নিষিদ্ধ !! চিলেকোঠার মাঝে স্বপ্ন বুনে বেড়ানোটা বিলাসিতা !! তিমিরতার মাঝে চিলতে পরিমান আলো খুঁজে ফেরাটা , শুধুই নিজ স্বত্তার সাথেই নেহাত ভণ্ডামি !!

তিমিরতাকে মেনে নিয়েছে আলো আঁধারি , বরং রীতি করে নিয়েছে , দক্ষিণের ত্বরেই নিজেকে নিমজিত রেখেছে সে , মেঘরাশিময় প্রহর , বৃষ্টিস্নাত রাত , রক্ত স্রোতা প্রভাত ..সবই তার বড্ডো আপন ..নিজেকে এই খারাপ লাগাতে , কষ্টে ডুবিয়ে আঁকড়ে ধরতে তার বড্ডো ভালো লাগে !!

কত রাত সে না ঘুমিয়ে তীক্ষ্ণ হৃদয় নিয়ে জেগে থাকে তা জানা কারো প্রয়োজনে আসে না , আলোতে হাসছে , গাইছে , ঘুরছে ...বেশ
আছে !! লোকের এই মেকী ভাবনাতেও তার ভালো লাগে ...

যাকে পাবার জন্য রোজ করে খোদার ত্বরে হাত খুলে বৃষ্টি ঝরাচ্ছে সেই তাকে অবহেলা করে অন্যের দ্বারে পাঠিয়ে দেবার প্রয়াস করছে !! আর এতেই বাক হারিয়ে সে আলো ফুটতেই সে জলদি সূর্য ডুবার ইচ্ছা পোষণ করে , রাতের তিমিরটাতে নিজ সত্ত্বার তিমিরতাকে ভুলানো যায় ....

দিনের আলোতে ব্যর্থতা অনুভব হয় না ;
আন্ধারে নিকোটিন যে আর মন ভরায় না !!

আলিঙ্গনে ব্যস্ত শহর , মন ভাঙার , নিজেকে ভাঙার গল্প শুনানো আর তার নিকট গিয়ে ভণ্ডামি করা ,দুটোই তার নিকট এক !!

দুনিয়া যা ভাবে ভাবুক না !! দুনিয়া উচ্ছন্নে যাবে তো যাক , আলো আঁধারি ব্যস্ত নিজ আত্মার আর মনের ভাঙা ঠেকাতে আর নড়বড়ে শহরকে আরও একটু খানি আপন করতে !!

আপন লোকটা করুনা দেখায় দেখাক না !! ফেলে তো আর দেয়নি , রেখেছে তো !! হয়তো তার উপর অধিকার খাটানোর অধিকার আলো আধাঁরির নেই , তো কী হয়েছে ?! আলো কিংবা আঁধারে মানুষটাকে নিজের বলে অবুঝ মনকে বুঝ তো দিতে পারছে , এই বেশ ...

পাছে ভয় হয় আলো আধাঁরির , ইচ্ছা জাগে জঠরে কাফন জড়ানোর আগে ফেলে না দিলেই হলো আরকি !!

অচেনা ব্যক্তি আলো আঁধারির খোঁজ এখন আর নেয় না , আলো আধাঁরির করুণতা দেখে মায়াবতীর মায়া হয় , মায়াবতী আলো আঁধারিকে প্রশ্ন করে ۔۔۔۔

  • শুনলাম একাকী হারিয়ে যাওয়ার প্রয়াস করছো ?!
    = হ্যা !! যতটা একা থাকা যায় ততটা
    ভালো ...

  • কী হয়েছে ?! এমন কেন বলছো ?!
    = কোথায় ?! কিছু হয়নি তো !! একাকিত্বের প্রেমে পরে যাওয়ার পর আর কিছুই ভালো লাগে না , বিরামহীন ভালো লাগা কাজ করে এই একাকিত্বের উপর !!

  • মানুষের থেকে আশা ছেড়ে দিয়েছো কেনো আলো আঁধারি ?!
    = মানুষ ?! কোন মানুষ ?! আপন নাকি
    পর ?

  • মন খারাপ ?!
    = না তো !!

  • তাহলে ?!
    = কিছু না , কথা বলতে আর ভালো লাগে না , তিমিরতা অনেক কাছের মনে হয় ! বলতে পারো তিমিরতা আর একাকিত্বের প্রেমিকা আমি ...

  • আশা রাখো আলো আঁধারি !!
    =নিরাশার সোপানে আশা রাখাটাও
    বেহায়াপনা !! তিরস্কৃত হয়ে বেহায়াপনা না হয় আর নাই দেখলাম ...

আলো আঁধারির উত্তর শুনে মায়াবতীও ক্লান্ত হয়ে যায় !!
আর আলো আঁধারি আলতা পরে অন্যমনে অচেনা ব্যক্তির আলিঙ্গনের প্রহর গুনে যায় !! পাছে নিজের স্বত্তাকে কাফনে জড়ানোর প্রহর গুনছে !!

ধন্যবাদ সবাইকে আমার লেখা " অচেনা ব্যক্তির প্রহরণ !! (দ্বিতীয় পর্ব ) " পড়ার জন্য , আশা করি আগামীতে আরো ভালো কিছু লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো , আজকের মতন বিদায় নিচ্ছি , সবাই ভালো থাকবেন এই আশা করছি ..



0
0
0.000
1 comments
avatar

Beautiful! Waiting for next one!!

0
0
0.000