মায়াবতীর মায়া

avatar

মায়াবতী , যার মনে ছন্নছাড়া ভাব আর উপরে আপন হারাবার তীক্ষ্ণ ভয় , কাছের মানুষের থেকে অবহেলা আর তার বদলে তার অজস্র ভালোবাসা আর সন্মান !! সে ভুলেনা তার বেদনা তবে সে হাসতেও ভুলে না !! রাতের কান্না আর দিনের হাসি , আহ!! বেশ জমে যায় তার
বিকেল !!

InShot_20201204_220145391.jpg

ভোরের তীক্ষ্ণতা বাড়ার সাথে রৌদ্রের তাপও বাড়ে , মায়াবতীর মায়া তার থেকেও দ্বিগুন বাড়ে , এক অজানার মায়াতে আসক্ত সে , ধরতে চাইলে মায়াতে জড়ানো এক বালককে আঁকড়ে সে ধরতে পারে , ধরেনা , পাছে হারিয়ে ফেলার ভয় !!

অজানা এক বালক , আচমকা মায়াবতীকে এসে বলে " ভালোবাসি " , মায়াবতী ভয় পায় , পাওয়ার আগে হারানোর ভয় তার খুব হয় , তাই সে আঁকড়ে ধরে নতুন করে শূন্য হতে চায়না !!

মায়াবতীর রূপ আছে , গড়ন পাঁচ দশটা মেয়ের মতন এক হলেও তার কেশের স্নিগ্ধতা অজানা বালককে বেশি করে টেনেছে , তার বাঙালিয়ানা অজানা বালককে মাতাল করেছে ...

মায়াবতী অজানা বালকের কাছে নিজের মনকে শপে দিতে চায় পাছে কিছু আপন হারাবার ভয় পায় !! কঠোর পরিবারে বেড়ে উঠেছে মায়াবতী , সেখানে তার মুখ ফুটে বলার তেমন সুযোগ থাকে না , তাই অজানা বালককে হারানোর ভয় তার আগে থেকেই হয় ...

InShot_20201204_220111567.jpg

অজানা বালক তাকে আশ্বাস দেয় , ভরসা দেয় ; মায়াবতী ভরসা পায় , সে সুখ পেয়ে যায় ....
মায়াবতীর হাসি , তার কেশ , তার গড়ন , সবকিছুতেই অজানা বালক মুগ্ধ হয় , মায়াবতীর মায়াতে সে আরো মাতাল হয় যখন মায়াবতী তার চোখকে কাজল দিয়ে সাজিয়ে তুলে , অজানা বালক মায়াবতীর চোখের নেশায় আকৃষ্ট হয় !!

মাঝে মাঝে মায়াবতীর এই অজানা ব্যক্তি মায়াবতীকে ভুল বুঝে , সে ভাবে মায়াবতী অন্য কারো হয়ে যাবে !! তখন মায়াবতী তার অজানা মানুষটা কে আশ্বস্ত করে এই বলে যে :
" তােমাকে পেয়েছি প্রিয় আর ছাড়বাে না, যতটুকু ভুলের পাহাড় গেঁথেছাে, তাও বিলীন করে দিবাে ... বহু বছরের অপেক্ষার পর এসেছে যেতে আর দিবাে না || তুমি আগলিয়ে রেখাে, আঁকড়ে থাকার দায়িত্ব আমার... তােমাকে ভালােবাসি : অন্য স্বত্তার আগমনে আর ঢেউ তুলবে না , এই ভগ্ন দুয়ারে তােমার পর আর কেউ আসবে না..." মায়াবতীর অজানা ব্যক্তি আশ্বাস পায় , মায়াবতীকে আগলে নেয় , মায়াবতীর কাছে তিমিরতাও স্নিগ্ধতা পায় !!

এই স্নিগ্ধতা ক্ষনিকের , অজানা ব্যক্তি মায়াবতীকে দূরে ঠেলে দেয় !! তাই মায়াবতীর ভয় আরো বেড়ে যায় , সে পেয়েও হারানোর কষ্ট ভোগ করতে চায় না !!

InShot_20201204_220036057.jpg

একজন কে ভালােবাসা আর ভালােবেসে যাবার মধ্যে অনেক তফাৎ , ভালোবাসতে অনেকেই পারে তবে সেই ভালোবাসাকে টিকিয়ে রাখতে সবাই পারে না ...তাই মায়াবতী কারো বিরক্তির কারণ হতে চায় না , অজানা ব্যক্তি তার নেশায় বেশি আসক্ত হবার আগেই সে পিছু চলে যায় ...

মায়াবতীর কাছে আঁকড়ে ধরে হারিয়ে ফেলার কষ্ট থেকে দূরের আলিঙ্গনই বেশ লাগে ....

ধন্যবাদ সবাইকে " মায়াবতীর মায়া " পড়ার জন্য , আশা করি আগামীতে আরো ভালো কিছু লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো , আজকের মতন বিদায় নিচ্ছি , সবাই ভালো থাকবেন এই আশা করছি ..



0
0
0.000