সমাজ !!

avatar

মানবতা আজ বাস্তবতাতে এতটাই অভ্যস্ত যে, যা হচ্ছে তা সঠিক নাকি ভুল তা যাচাই করা ভুলে গেছে , কারণ বাস্তবতা যে " সমাজ কী বলবে ?!!"

InShot_20201216_191013390.jpg

মনের কোনো ইচ্ছা পোষণ করার সময় নিজের থেকে বেশি ভাবতে হয় " সমাজ কী বলবে ?!" এই একটা কথাতে যে রোজ কত ইচ্ছা নষ্ট
হচ্ছে , কত আত্মার মৃত্যু হচ্ছে তার হিসেব কে রাখবে ?! হিসেব রাখতে গেলেও মনে হবে
" সমাজ কী ভাববে ?! "

কেউ ভালো কাজ করুক , সমাজের অস্তিত্ব পাওয়া যায় না , কেউ খারাপ কাজ করুক , হতে পারে তা ইচ্ছাকৃত বা হয়তো অজান্তেই হয়েছে সমাজ তা নিয়ে ঢাক ঢোল পিটানো শুরু করবে , হ্যা ! এইটাই বাস্তব , আমরা ভালো জিনিসের থেকে খারাপ জিনিস নিয়ে মাথা একটু বেশিই ঘামাই !! সমাজের রীতি এইটা ...

কয়জনের মনের ভিতরটা ভেঙে চুরে তছনছ হচ্ছে তার হিসেব কেউ রাখে না , অথচ এই তিলে তিলে মরে যাওয়া স্বত্বা গুলো যখন তার স্বত্বাকে দেহ থেকে আজীবনের জন্য সরিয়ে ফেলে তখন এই তথাকথিত সমাজ আসে " কী এমন হয়েছিল যে মরতে হলো , জান্নাত পাবে
না " ....এদের কাছে দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়েছে বলেই তারা পরকালের জান্নাত হারাবার ভয় পায় নি ...

কার পেটে দু-বেলা ভাত যাচ্ছে কী যাচ্ছে না তা নিয়ে কেউ ভাবে না , যখন সে ক্ষুদা মিটাতে চুরি করলো তখন আসবে এই সমাজ " ছি !! চুরি করল?!!"

শিক্ষিত বেকার দিয়ে পরিপূর্ণ এই দেশ , চাকরি চাই , চাকরি চাই .....চাকরি দেবার কেউ নেই , "উদ্দ্যোক্তা হও"....ইশ ! "সমাজ কী বলবে ?!! " পড়ালেখা করে ব্যবসায়ী ?! সমাজ মানবে না , তার থেকে বেকারত্বই ভালো !!

" মেয়েটা শেষ মেশ পতিতালয়ে গেলো ?!! নিজেকে পণ্য হিসেবে গড়ে তুললো ?! " কেউ ইচ্ছা করে নিজেকে পণ্য হিসেবে গড়ে তুলে না , হয়তো মেয়েটার উপরে পরিবারকে দেখার দায়ভার আছে , এর পিছনে হাজারটা কারণ থাকতে পারে , আমদের সমাজ তা দেখার অনুমতি আমাদের দেয় না!!

সমাজ কী ?! কী হবে এমন সমাজ নিয়ে এতো ভেবে ?! রাস্তায় এক্সিডেন্ট করে পরে থাকলে হাসপাতালে না নিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত এই সমাজ , কেউ খেতে না পারলে তাকে খাবার না দিয়ে যতক্ষণ না সে চুরি করে ততক্ষন পর্যন্ত চুপ থাকে এই সমাজ , একের পর এক ধর্ষণ হয়ে যাবার পর বিচার করার থেকে মেয়েটা কী পরে ছিল তা নিয়ে ভাবে এই সমাজ , ভিড়ের মাঝে কিংবা বাসে উঠা নামার সময় মেয়েদের শরীরে আলতো করে ছুঁয়ে দেওয়া তথাকথিত পুরুষদের হাত আর এইটাই রীতি হিসেবে মেনে নিয়ে বসে থাকা এই সমাজ !!

নিজের ভালো নিয়ে ভাবুন , সমাজ কিছু না কিছু তো বলবেই , যে সমাজ ভালো দিক গুলো মানতে পারে না অথচ নিজের বক্ষে খারাপ দিক গুলোকে গেঁথে নিয়ে রীতি করে নিয়েছে , যেইজায়গায় আওয়াজ তোলা দরকার ঐজায়গায় চুপ থেকে যেইখানে এগিয়ে যাবার উৎসাহ দেবার ঐখানে পিছে থেকে কথা বলে , এমন সমাজ কে নিয়ে হয়তো না ভাবলে ও
হবে !!

তাই সমাজ যেইখানে চুপ , নিজ অন্তরে চেপে রাখা ধনাত্মক বুলি আমাদের নিজেরই বলতে হবে , কারন দিন শেষে এই সমাজ উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে দিতে দ্বিধাবোধই করে !!
কারণ নেতিবাচকতাকেই সমাজ উচ্চাসনে বসিয়ে নিজেদের
রীতি করে নিয়েছে !!

নিজের মনের স্বাচ্ছন্দবোধকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে নিজেকেই !! পাছে সমাজ তো কিছু না কিছু বলবেই !!

ধন্যবাদ সবাইকে আমার লেখা " সমাজ " পড়ার জন্য , আশা করি আগামীতে আরো ভালো কিছু লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো , আজকের মতন বিদায় নিচ্ছি , সবাই ভালো থাকবেন এই আশা করছি ..



0
0
0.000
3 comments
avatar

Congratulations @mariumsehri! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 50 upvotes. Your next target is to reach 100 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

The Hive Gamification Proposal #2
0
0
0.000