মিপুরের খানাস কেমন...??? 🤔🤔

avatar

মানুষ হিসেবে উল্টা পাল্টা বলে নিজেকে আখ্যায়িত করতে পছন্দ করি। খাদ্যরসিক বললেও বলা যায়। হাহা 😀 খাদ্য রসিক নয়, খাদক। মিরপুরে যত রেস্টুরেন্ট আছে সব আমার পরিচিত। একবার হলেও গিয়েছি তাদের খাবার খেতে। এরমধ্যে অন্যতম হলো খানাস। খানাস কম বেশি সবার কাছেই পরিচিত। যদিও মিরপুরে খানাস খুলেছে বেশি সময় হয়নি। মন ভালো না থাকলে বন্ধুদের নিয়ে কিংবা আমি একা চলে যাই খানাসে। ভাবছেন এই বাচ্চা মেয়ে এত টাকা কোথায় পায়। মজার বিষয় হলো আমার কাছে টাকা না থাকলেও আমি টাকা জোগাড় করে খানাসে যাই কেবল তাদের চকো কোল্ড কফি খেতে। যাই হোক আজ আমি খানাস এর কিছু খাবার সম্পর্কে বলবো।

IMG-20210527-WA0003.jpg

উইংস:
এটা ক্রিস্পি উইংস। যার বাহিরে বেশ মচমচে এবং ভেতরে বেশ নরম। তেমন একটা ঝাল না। তবে, আপনি চাইলে ঝাল অ্যাড করতে পারবেন। উইংস এর ওপরে অরিগানো গুঁড়া এবং শেফ স্পেশাল মশলা ব্যবহার করা হয়। অনেকের কাছে মশলার ঘ্রাণ টা ভালো নাও লাগতে পারে। কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। উইংস এর সাথে এক্সট্রা প্যাকেট জাত টমেটো সস দেয়া হয়। মিনি উইংস বাক্স এর দাম ১৮০ টাকা, যেখানে ৬ পিএস উইংস থাকে।

IMG-20210527-WA0002.jpg

ওয়েজেস:
আমার খাওয়া মতে সবচেয়ে মজা এবং সুস্বাদু ওয়েজেস হলো এটা। প্রতিটি ওয়েজেস এর দাম ৫০ টাকা এবং ১৫০ টাকা। অর্থাৎ ছোট বাক্স এর দাম ৫০ এবং লার্জ ১৫০। ওয়েজেস এর সাথে মেয়োনিজ দেয়া থাকে। মেয়োনিজ দিয়ে খেতে বেশ মজা। আমি মাঝে মাঝেই টেকআউট এনে খাই।

IMG-20210527-WA0001.jpg

স্মোকি মাটন স্যান্ডউইচ:
৪ পিস স্যান্ডউইচ এর দাম ২৩৯ টাকা। আপনি চাইলে চিকেন নিতে পারবেন। ভালো পরিমানের গোস্ত দেয়া থাকে। গোস্তের সাথে থাকে বিভিন্ন রকমের সসের আনাগোনা। বেশ মজার এই সান্ডউইচটি খানাসের খাবার গুলোর মধ্যে জনপ্রিয়। আনার যদিও তেমন একটা পছন্দ না।

IMG-20210527-WA0000.jpg

কোল্ড কফি:
কোল্ড কফি এর কথা আর কি বলবো। যারা যারা এই কফি টি খেয়েছে তারা সবাই জানে এর টেস্ট কেমন। কিন্তু তাও আমি বলছি।
কখনো যদি আপনি খানাসে যান তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন। স্মল সাইজ এর দাম ১৩০ টাকা। আমি সবসময় স্মল টাই নেই।চকলেট প্রেমীরা এটা বেশি পছন্দ করবেন। কেননা চকলেট আর কফি এর এক অসাধারণ মিশ্রণ।

আমি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের একটি সুন্দর এবং স্বাস্থ্যকর জীবন কামনা করছি। অসংখ্য ধন্যবাদ।❤️😇



0
0
0.000
1 comments