স্মারক মুদ্রার মাধ্যমে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতির সম্মাননা

avatar
(Edited)

ফিলিপাইন ; মে ২৫-২৭; (১৯৮০)
philbangladesh nfjvr.jpg

sorce
স্বারকমুদ্রা
বিনিময় মাধ্যমের গোড়াপত্বন থেকে আজ অব্দি পর্যায়ক্রমে কড়ি-মুল্যবানপাথর-রুপা মুদ্রা-স্বর্ন মুুদ্রা প্রচলন করে এবং এক পর্যায়ে ব্যাংক ব্যবস্থার সুচনা হয় এক দেশ ভেদে ভিন্ন ভিন্ন মুদ্রা এবং নোট এর প্রচলন করা হয়ে থাকে

বাংলাদেশ রাষ্ট্রপতির সফর স্বরণে
১৯৮০ সালের তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ফার্স্ট লেডি বেগম খালেদা জিয়া ফিলিপাইন সফরে যান। সেই সময়ের ফিলিপাইনের রাষ্ট্রপতি ফেরদিনান্ড এবং ফার্ষ্টলেডি ইমিল্ডা মার্কোস এর সাথে মে ২৫-২৭, ১৯৮০ সালে বৈঠক করেন।

দিনটি স্মরণীয় রাখার প্রয়াসে ফিলিপাইনের তৎকালীন রাষ্ট্রপতি; জিয়াউর রহমানের ছবি সংবলিত একটি স্বারক মুদ্রা প্রকাশ করা হয়।

অন্যান্য ইতিহাস লুকচুরির অংশের ধারাবাহিকতায় এটিও হারিয়ে যায় আমাদের মাঝে থেকে
philbangladesh pres Ziaur Rahman 1980 mnl j 5.JPG

sorce
ঐতিহাসিক মূহুর্ত স্বরণে প্রকাশ কৃত স্বারক মুদ্রা আজও রয়ে গেছে ফিলিপাইনের জাতীয় জাদুঘরে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে

ইতিহাস :-
sorce

স্বারক মুদ্রা এই বিশেষ মুদ্রা বিশেষ কিছু দিন ঘটনা সম্মানিত ব্যক্তিদের স্বরণে প্রকাশ করা হয় এবং বিনিময় যোগ্য থাকে না।
বাংলাদেশে স্বারক নোট স্বরুপ ৳১০ (মুদ্রা) ৳২৫(নোট) ৳৪০ (নোট) ৳৬০(নোট) ৳৭০ (নোট) ৳১০০ (নোট)
images.jpeg

Google
মুজিববর্ষের ১০০ বছর স্বরণে

images 3.jpeg

বিভিন্ন সময়ে প্রকাশ করা নোট
Google



0
0
0.000
1 comments
avatar

জানলাম অনেকষকিছু। তবে আরো বিস্তারিত আকারে লিখ।

0
0
0.000