হয়রানি, আহারে হাসপাতাল

avatar

সুস্থ-স্বাভাবিক থেকে একদিনে আমার "এইচ আই ভি পজিটিভ" হয়ে যাওয়ার গল্প শোনাই, চলেন!
১১তম বারের মতো রক্ত দিতে আজ গিয়েছিলাম উত্তরা আবদুল্লাহপুর অবস্থিত "মহিলা ও শিশু হাসপাতাল" এ যা বারডেম এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যদিও ১১তম মাইলফলক ছুঁতে পার নি। যাই হোক, রোগীর সমস্যা ছিলো "রক্তশূণ্যতা"।
তো যাওয়ার পরে, হাসপাতাল কর্তৃপক্ষ টেস্টের জন্য রক্ত নিলো আর বললো, "ক্রসমেচিং এর জন্য ১-১.৩০ ঘন্টা লাগবে", অথচ এতো বড় হাসপাতাল জুড়ে রোগী মনে হয় ছিলো ১০-১২জন। ব্লাড টেস্টের জন্য তাইলে এতো দেরী কেন? এই প্রশ্ন বারবার মাথায় আসছিলো।
হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের কাছ থেকে ফি নিয়েছিলো ১৮০০টাকা, ক্রসমেচিং এর জন্য।
তারপর রোগীকে কেবিনে নিয়ে বসালো, আমিও ঐখানেই ছিলাম রোগী ও তার পরিবারের সাথে।
ক্রসমেচিং এর রিপোর্ট এর জন্য তাগিদ দিলে ওরা বলে যে, যতো দ্রুত সম্ভব ওরা চেষ্টা করছে রিপোর্ট দেয়ার। একটু পর রোগীর স্বজন যার সাথে আমার কথা হয়েছিলো রক্ত দানের উদ্দেশ্যে সেই ভাই এসে বলে, "ভাই, আপনার ব্লাড রিপোর্টে এইচ আই ভি পজিটিভ এসেছে! আর সাথে আরো সমস্যা আসে আপনার ব্লাডে। ওরা বলতেসে অন্য ডোনার লাগবে।"
তো আমি এই খবর শুনে একটু অবাক হলাম। তারপর রিসিপশনে গিয়ে প্রিন্ট চাইলাম ব্লাড রিপোর্টের। এতে ওরা একটু ঘাবড়ে যায়, কাকে যেনো কল দেয়। পরে বলে, "সন্ধ্যায় ডাক্তার এসে রিপোর্ট দিবে, এছাড়া পারমিশন নাই রিপোর্ট দেয়ার।" হাসপাতাল কর্তৃপক্ষ মূলত চেয়েছিলো অন্য ডোনারের কথা বলে ৩/৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে ব্লাড-ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা করতে। অহরহ এসব ই হচ্ছে।
কথা হলো ১৮০০টাকা নিলো চেকাপের জন্য আর রিপোর্ট এর হার্ডকপি দেয় না সেটা নাকি ডাক্তারের পরামর্শ ছাড়া দেয়া যায় না, এইটা শুনে বুঝার বাকি থাকলো না, এই সবকিছু যে ধান্দাবাজী!
পরে রোগীর আত্মীয় আমাকে বলে ওরা যেই ডাক্তার দেখিয়েছেন তিনি নাকি বলেছে এই হাসপাতাল ছাড়া চিকিৎসা না করাতে। অন্য হাসপাতালে এর চিকিৎসা নেই!
ডাক্তার যদি এমন হয় ভাই, যে রক্তশূণ্যতার চিকিৎসা একমাত্র এই হাসপাতালে হয় তাইলে
এই দেশে রোগী কে রক্ত দিতে গেলেও সমস্যা। টাকার লোভে মানুষ রক্ত কেনাবেঁচা করে ঠিকাসে, কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ একটা মানুষকে এইচ আই ভি পজিটিভ বানিয়ে দেয় এইটা কেমন কথা ভাই!?
সবার উদ্দেশ্য বলতে চাই আপনারা দয়া করে এই হাসপাতাল এড়িয়ে চলুন। চিকিৎসার নামে ভণ্ডামি করে বেড়াচ্ছে এই হাসপাতাল।
আশা করি, একটু জনসচেতনতা সৃষ্টি করে এই হাসপাতালের এ সকল কার্যক্রম ও হাসপাতাল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হোক।

img1.jpg



0
0
0.000
2 comments
avatar

Congratulations @tanvir.ahmed! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You distributed more than 100 upvotes.
Your next target is to reach 200 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out the last post from @hivebuzz:

Hive Power Up Month - Feedback from February day 25
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000