সম্পর্ক

avatar

জীবনের প্রতিটি সম্পর্ক অনেক যত্ন করে তৈরি করা হয়। সম্পর্কের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা শুধুমাত্র সম্পর্কের জোরেই নিজেদেরকে শক্তিশালী মনে করি। যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার উপর সম্পর্কের ছায়াটা থাকে আমরা নিরাপদ মনে করি। সব সম্পর্কেরই যে সুন্দর একটি নাম থাকবে তা কিন্তু নয়, কিছু কিছু সম্পর্ক তৈরি হয় যার কোন নাম থাকেনা। সম্পর্ক আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। জীবনের প্রতিটি মুহূর্তকে রঙিন করে তোলে।আমাদের বিশ্বাস করতে শেখায় জীবন আসলেই সুন্দর। আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা যেমন নিজেরাই নিজ হাতে সবগুলো সম্পর্ককে সুন্দরভাবে গড়ে তুলি, একটা সময় নিজেরাই সেটা ভাঙার জন্য অস্থির হয়ে পড়ি।

সম্পর্ক যে শুধু পারিবারিকভাবেই হয় তা কিন্তু নয়। বাবা-মা, ভাই-বোন ছাড়াও কিছু সম্পর্ক তৈরি হয়, যেটা রক্তের হয় না। কিন্তু সম্পর্কটা তার থেকেও গভীর হয়। সেটা বন্ধুত্বের হতে পারে, ভালোবাসার হতে পারে অথবা কোন একটা সময়ে সেই সম্পর্কের নাম খুঁজে পাওয়া যায় না। সম্পর্ক যেমন আমাদের হাসতে শেখায়, সেই সম্পর্ক গুলোই একদিন আমাদের জীবনের শেষ মুহূর্ত নিয়ে যায়। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার যে কাছের বান্ধবী ছিল তার সাথে হঠাৎ করেই আমার একটা সময় যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবর্তনের কারণে আমরা একে অপরের থেকে দূরে যাই।

কিন্তু তারপরেও প্রতিবছর সে একবার ভুলেও আমার বাসায় আসতো। আমি জানি না সে যখন আসতো আমার মধ্যে ভিন্ন রকম এক আনন্দ অনুভব হতো। আমি বুঝতে পারিনি পরিবারের বাইরে ও বন্ধুত্বের যে সম্পর্ক সেটা আমাদের কাছে মূল্য রয়েছে। আমরা চাই সেই সম্পর্ক বেঁচে থাকুক। বন্ধুত্বের সম্পর্কের বাইরেও আরেকটি সম্পর্ক যেটা তৈরি হয় সেটা হলো ভালোবাসার। আমরা যখন কাউকে ভালবাসতে যাই তখন তাকে খুব যত্ন করে ভালবাসি। সেটা শুধু ভালোবাসা নয়, আমাদের মধ্যে এক ধরনের দায়িত্ব তৈরি হয় সেই মানুষটাকে নিয়ে, সেটা হল সম্পর্কের দায়িত্ব।

সেই মানুষটার উপর সম্পর্কের দায়িত্ব অনুভব করি। আমাদের মধ্যে তাকে নিয়ে অধিকার জন্ম নেয়। আমাদের মধ্যে সেই মানুষটাকে নিয়ে হাজারো প্রশ্নের উত্তর জন্ম নেয়। আমরা সেই মানুষটার উপর অভ্যস্ত হয়ে পড়ি। তাকে জীবনে জড়িয়ে নিজের আরেকটি ছায়া তৈরি করি। ধীরে ধীরে সে মানুষটা জীবনের অংশ হতে থাকে। একটা সময় আমরা নিশ্চিত হই সেই মানুষটা কখনই সম্পর্ক ছিন্ন করবে না, কারণ তার উপর সেই ভরসা তৈরি হয়। কিন্তু আমরা অনেক অদ্ভুত। আমরা যতটা যত্নসহকারে কোনো সম্পর্ক তৈরি করি, তার থেকেও অনেক বেশি যত্ন নিয়ে সেই সম্পর্ক গুলোকে টুকরো টুকরো করে ভেঙে ফেলি। আমাদের মধ্যে হাজার ও স্মৃতির জন্ম নেয় কিন্তু সেই স্মৃতিগুলো কে তুচ্ছ করে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।

এখনকার মানুষ ভিন্ন রকম আনন্দ অনুভব করে মানুষকে কষ্ট দিয়ে। কারো কারো কাছে একটা সম্পর্ক যতটা মূল্যবান থাকে, ঠিক সেই মানুষগুলোর কাছে একটা সময় সম্পর্কগুলো মূল্যহীন হয়ে যায়।

PicsArt_01-23-09.01.27.jpg

Image



0
0
0.000
2 comments