একজন মা

avatar

আমি দেখেছি সত্যিকার অর্থে একজন মায়ের কাজ কখনো শেষ হয় না। একটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মা তার সমস্ত দায়িত্ব গ্রহণ করে। প্রত্যেকটি মায়ের মধ্যে অলসতা নামের কোন শব্দ নেই। তারা শুধুমাত্র ভালোবাসা এবং যত্নে পরিপূর্ণ থাকে। আমি দেখেছি নিজের মায়ের মধ্যে সেটা কতটা বাস্তব দিক। তাকে কখনো আমি ক্লান্ত হতে দেখিনি। একজন মা কখনো ক্লান্ত হয় না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তার মধ্যে বিরক্ত হওয়ার কোন মনোভাব থাকেনা। একজন মা সবকিছু মানিয়ে নেয়। আমি তাকে সব সময়ই বিরক্ত করতে পছন্দ করতাম, কিন্তু তিনি কখনো বিরক্ত হতে পছন্দ করতেন না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার জীবনের সবচেয়ে বড় সমর্থক কে? নির্দ্বিধায় আমি আমার মায়ের কথা বলব, কারণ তিনিই সবচেয়ে বড় সমর্থক আমার।

কিন্তু তিনি আমার সবচেয়ে বড় সমালোচকও রয়েছেন। তিনি আমাকে সব সময় জীবনের সেরা কাজটি করার জন্য ঠেলে দিয়েছেন। যখন আমি আমার সেরাটি করতে ব্যর্থ হয়েছে তিনি আমাকে সাহায্য করেছেন। তিনি ব্যর্থতার কারণ গুলো আমাকে জানিয়েছেন। তিনি আমার তরুণ মন কে সতেজ রাখতে সাহায্য করেছেন। তিনি সব সময় চেষ্টা করেছেন আমার ভেতরের সৃজনশীলতার প্রবাহিত করার। পরিবারের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে অমূল্য মানুষের মিথস্ক্রিয়া। আমার পরিবারের মধ্যে আমি শিখেছি একজন মা এবং মেয়ের সম্পর্ক সবচেয়ে শক্তিশালী ভাবে তৈরি হয়। সমস্ত সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু একজন মায়ের সাথে তার মেয়ের সম্পর্ক কখনো ছিন্ন হয় না। কারণ হয়তো একজন মেয়ের মধ্যে একজন মা লুকিয়ে থাকে। যার কারণ হয়তো একজন মা যেভাবে প্রতিটি সম্পর্কের গুরুত্ব জানে। তার মেয়েকেও প্রতিটি সম্পর্কের গুরুত্ব বোঝানোর চেষ্টা করে।

একজন মা মেয়ের শারীরিক মানসিক রোগ হয় যত্ন ও প্রদান করে। একজন মা সব সময় চেষ্টা করে তার শিশুদের পারিবারিক মূল্যবোধ ও সমাজে স্বীকৃত নিয়ম ও মূল্যবোধ শেখানোর। আমার মায়ের সাথে আমার সম্পর্ক মাঝেমধ্যে জটিল হয়ে দাঁড়ায়। কিন্তু তবে তা সব সময় সহানুভূতি এবং ভালোবাসায় পূর্ণ থাকে। আমি মাঝে মধ্যে নিজেকে নিয়ে জটিলতা অনুভব করেছি। আমি সমাজের সাথে চলতে গিয়ে অনেক সময় আছড়ে পড়েছি। নিজের মধ্যে কখনো দ্বিতীয় বার উঠে দাঁড়ানোর চিন্তা আসেনি। সব সময় একই অনুভব করেছি এবার হয়তো নিজের অস্তিত্ব শেষ হতে চলেছে। কিন্তু আপনি বিশ্বাস করবেন আমার মা সেই মুহূর্তে আমাকে শুধু একটা কথাই বলেছিলো, "এসব কিছুই না, জীবনে এমন ঘটনা প্রায়ই ঘটবে"। তার মানে এটা না তুমি সবকিছু হারিয়ে ফেলেছ। আমি নিজের মধ্যে মানসিক বিপর্যয় লক্ষ্য করেছি। কিন্তু কেউ একজন ছিল সেগুলোকে তুচ্ছ করে আমাকে আলো দেখানোর। একেকটা বিপর্যয়ের সময় আমি চিন্তা করেছি এবার হয়তো আমার পাশে কেউ থাকবে না। এমনকি এটাও চিন্তা করেছি আমার মা-ও এবার আমাকে দূরে ঠেলে দিবেন।

কিন্তু এর ব্যতিক্রম ঘটেছিল। আমি শুধু তখন ভাবতাম কিভাবে একজন মা এতটা ভালবাসতে পারে কাউকে। আমি মাঝেমধ্যে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে অবাক হয়েছি। তিনি কিভাবে একটা সম্পর্ক, একটা পরিবার এবং এই পৃথিবীটাকে আগলে রেখেছে। আমি দেখেছি আমাদের সমাজে একজন মাকে তুচ্ছ করে। প্রশ্ন করা হয় একজন মা নিজের পরিবারের জন্য কি করে থাকে? আমি সেইসব মানুষদের বলতে চাই পরিবারে টাকা দেওয়া মানেই একটা পরিবার তৈরি হওয়া নয়। সমাজ মানুষ কে তুচ্ছ করতে শিখায়। কিন্তু একজন মা সমাজকে ভালবাসতে শেখায়। আমার মা যখনই কোনো তিক্ত প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি সেটি হেসে উড়িয়ে দিয়েছেন। আমি মাকে বারবারই অবাক হয়ে প্রশ্ন করেছি আপনি কেন এটির জবাব দেননি? আপনার কাছে এই প্রশ্নের সুন্দর জবাব ছিল, আপনি চাইলেই দিতে পারতেন।

তিনি আমাকে শুধু বলতেন, মূর্খদের সাথে তর্ক করা নিজের অস্তিত্বের সাথে উপহাস করার সময়। দয়া করে ভবিষ্যতে আপনিও এটি এড়িয়ে চলবেন।

IMG_20220604_234443.jpg



0
0
0.000
4 comments
avatar

‘মা' পৃথিবীর সবচাইতে আপন মানুষ। এই 'মা' নামক ব্যক্তিটি না থাকলে হয়তো আমরা সত্যিকারের ভালোবাসা কি জিনিস তা বুঝতেই পারতাম না! ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা ❤️

0
0
0.000
avatar

Prithibite ma, poribar tarai shob kichu.

0
0
0.000
avatar

Congratulations @shahinaubl! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You made more than 300 comments.
Your next target is to reach 400 comments.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000