বিভ্রম

avatar

আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম সেটা নিশ্চিত নই। আমি ক্লান্ত হয়ে এইমাত্র জেগে উঠলাম। আমি এমন কোথাও জেগে উঠেছিলাম, যেখানে হয়তো কেউ কখনো উঠতে চায়নি। আমার দু চোখের সামনে এমন কিছু ছিল যা আমি এর আগে কখনো দেখিনি। আমি হঠাৎ করেই ভীষণ ঠান্ডা অনুভব করছিলাম। আমি সেখানে একেবারেই একা এবং নীরব বোধ করছিলাম। আমি শান্ত থাকার চেষ্টায় ছিলাম কারণ আমি চাইছিলাম আমার মন শান্ত অনুভব করুক। চারিদিকের পরিবেশ অদ্ভুত লাগছিল। আমি শুধু নিজেকে প্রশ্ন করছিলাম।

আমার সাথে এসব কি হতে চলেছে এবং আমি কোথায় আছি? আমার কাছে হাজারো প্রশ্নের উপস্থিতি থাকলেও, প্রশ্নের উত্তর গুলো খুঁজে পাওয়ার জন্য আমার সাথে কেউ ছিল না।আমি কাউকেই আশেপাশে খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার চারিপাশে আত্মার অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছিলাম, যাকে আমি নিজের মনের প্রশ্ন গুলো করতে পারি। মুহূর্তের জন্য এটা আমার কাছে একটি জনশূন্য পরিবেশ, আশেপাশে একটি পাখির শব্দও শোনা যাচ্ছিল না। আমি শুধুমাত্র আমার মনের কথা শুনতে পাচ্ছিলাম। অবশেষে আমি আলোর দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি প্রায় তিন ঘণ্টা ধরে হেঁটে চলেছি কিন্তু এর কোন শেষ ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না। এবং মনে হচ্ছিল আমি সঠিক আলোতে এখনো পৌঁছাতে পারিনি।

আমার মন বলছিল আমি সূর্যাস্তের দিকে হাঁটলেও কখনো সূর্যকে খুঁজে পাবো না। এটা আমার কাছে একটি বিভ্রম। কারণ আমি এখন সেভাবেই অনুভব করছি। আমি আবার সূর্যের উল্টো পথে হাঁটতে শুরু করি। আমি ভেবেছিলাম সূর্যের বিপরীতে আরো তিন ঘন্টা হাঁটলে আমি হয়তো আমার শুরুর জায়গায় ফিরে যেতে পারবো। আমি প্রায় দীর্ঘ ছয় ঘন্টা হাঁটার পরে আমার মনে হচ্ছিল আমি একটি অন্ধকার ঘরের কাছে এসে পৌঁছেছি। কিন্তু কোনভাবেই আমি ঘরের ভেতরে প্রবেশ করতে পারছিলাম না। তখন এই সম্পর্কে আমার কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল, যা আমাকে ভীষণ বিরক্ত করছিল।

আমি নিশ্চিত ছিলাম যে এটা কোন স্বপ্ন নয় অথবা কোন মায়া নয়। কারণ আমি নিজেকে নিশ্চিত করতে চিমটি কেটেছিলাম। আমি অনুভব করেছিলাম আমি নিজের চেতনাতেই রয়েছি। দিন এবং রাতের মধ্যখানে আমি বসবাস করছি। আমার মনে একটি অদ্ভুত প্রশ্ন করা নাড়লো, আমি কি সময়ে বন্দি রয়েছি? কতদিন ধরে বন্দি রয়েছি এবং কেন এই জায়গাতেই বন্দী আছি? আমি আমার হাতে নিজের পছন্দের ঘড়িটি দেখতে পেয়েছিলাম। যেটি আমি প্রায় এক দশক আগে কিনেছিলাম। আমার ঘড়িটি সব সময় ভালো কাজ করে। কিন্তু সেটা প্রায় এক ঘন্টা ধরে একই সময় নির্দেশ করছে ৮:৩০ পি.এম।

আমি দেয়ালে আঘাত করতে চাচ্ছিলাম কিন্তু আমি এটা কোনভাবেই অনুভব করছি না। আমার মনে হচ্ছিল আমি দীর্ঘ পথ হেঁটে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই এটা আমার নিয়ন্ত্রণে ছিল না। এটা অন্য কেউ নিয়ন্ত্রণ করেছিল। আমার মনে হচ্ছিল আমার এখন বিশ্রামের প্রয়োজন, কারণ আমার শরীর ক্লান্ত ছিল। অনেক চেষ্টার পর আমি আমার মন এবং শরীরকে নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম। আমি নিজের মধ্যে বিশ্বাস তৈরি করেছিলাম আমি এর থেকে বের হতে পারব। আমি সামনেই একটি আয়নার চিহ্ন দেখতে পেয়েছিলাম। আমি যখনই এর সামনে গিয়ে দাঁড়াই আমি অন্য কারো মুখ দেখতে পারছিলাম। আমি অনুভব করছিলাম কেউ আমার উপর নজর রাখছে। কিন্তু সে কে? আমার ক্লান্তির কারণে আমি এটা পরিচালনা করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি আর বাঁচতে পারব না। আমার সময় শেষের দিকে। কিন্তু আমি কোনভাবেই নিজেকে হত্যা করছি না। আমি আমার শরীরের শেষ শক্তি পর্যন্ত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজবো এবং এর পেছনে কারা রয়েছে তাদের খুঁজে বের করব।

হঠাৎ অ্যালার্ম আমাকে জাগিয়ে তুলেছিল। আমি অনুভব করছিলাম আমার ঘরে রয়েছি। আমার নিজের পরিবারের সাথে। প্রতিদিনের মতো আজকেও আমার মা পাশের টেবিলে কফি এবং সংবাদপত্র রেখে গিয়েছেন।

IMG_20220701_171855.jpg



0
0
0.000
1 comments