Some paper notes and our requirements ~( কিছু কাগজের নোট এবং আমাদের প্রয়োজনীয়তা )

avatar

আমরা সকলেই জানি, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নামক গ্রহটি সর্বদাই ঘুর্ণয়মান। ঠিক তেমনই টাকা কে কেন্দ্র করে মানুষ নামের প্রাণীটি পৃথিবীর সর্বত্রই ঘুর্ণয়মান।শুধুমাত্র কিছু কাগজের নোট উপার্জনের জন্যই ,আমরা নিজের ঘরবাড়ি, দেশ ছেড়ে অন্যত্র হন্য হয়ে এর পিছনে পৃথিবীর সর্বত্রই ঘুরতে থাকি। জীবনের সর্বশেষ ঠিকানায় পৌঁছানোর আগ পর্যন্ত আমরা থেমে যাই না। আমরা যা কিছুই করি না কেন ,তার পিছনে একটাই প্রধান উদ্দেশ্য হচ্ছে, অনেক ভালো ভালো কাগজের নোট উপার্জন। ধরুন, একজন ডাক্তার কিংবা একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন শিক্ষক ,তিনি যখন পড়াশোনা করছিলেন ।তখন তার একমাত্র উদ্দেশ্য কিন্তু জ্ঞান অর্জন নয় ।পিছনে একটাই বড় উদ্দেশ্য ছিল অনেকগুলো ভালো মানের কাগজের নোট উপার্জন।যদি জ্ঞান অর্জন প্রধান উদ্দেশ্য হতো। তাহলে জ্ঞানের প্রধান উদ্দেশ্য হত দেশের মানুষকে কিছু দেওয়া এবং তার লব্ধ জ্ঞান কে কাজে লাগিয়ে দেশকে ভালো কিছু উপহার দেয়া।তার নিজের সেক্টরে কাজ করা।জানি আমার এই কথাটি কেউ মেনে নিতে পারলেন না। সেজন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি, একজন প্রকৌশলী যখন তার পড়াশোনা শেষ করে কর্মজীবনে পা বাড়ান, তখন তিনি বেছে নেন কোথায় সবচেয়ে বেশি ভালো মানের কাগজের নোট উপার্জন করা যাবে। আমার একজন ডাক্তার পড়াশোনা শেষ করে কখনোই গ্রামের পরিবেশে আসতে চান না। কেননা সেখানে শহরের এর মতো এতো রোগী তা প্রাইভেট ক্লিনিকে দেখতে পারবেন না। আর উপার্জিত হবে না অনেকগুলো ভালো মানের কাগজে নোট। কিন্তু আমাদের বর্তমান পেক্ষাপটে, অনেক প্রকৌশলী কিংবা ডাক্তার ভালো মানের কাগজের নোট উপার্জনের জন্য বিসিএস পরীক্ষার মাধ্যমে অন্যান্য সেক্টরে চলে যাচ্ছেন।তাহলে সেখানে তার জ্ঞানকে কতটুকু কাজে লাগাতে পেরেছেন? যখন একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার চলে যাচ্ছেন পুলিশ কিংবা একজন ব্যাংকার হিসেবে। অর্থাৎ সবগুলোই নির্ভর করে কাগজের নোটের উপর।
তাই আজকে এই অদ্ভুত কাগজ এর নোটগুলো কার জীবনে কতটুকু প্রয়োজন শুধুমাত্র তা নিয়ে কিছুটা আলোচনা করব।

মাঝেমধ্যে মনে মনে চিন্তা করি ,আমার কতটুকু কাগজের নোট তথা টাকার প্রয়োজন? কিন্তু হিসাব মেলাতে পারিনা। কেননা আমার সাথে সম্পৃক্ত আছে আমার পরিবার। আমার সাথে সাথে আমার পরিবারের খাদ্য ,বস্ত্র, চিকিৎসা থেকে শুরু করে জীবনের প্রতিটি পর্যায়ে জড়িয়ে আছে এই টাকা নামক অর্থের জটিল হিসাব। পরিবারের সকল সদস্যদের চাহিদা সম্পূর্ন ভিন্ন ।তাদের চাহিদা পূরণের জন্য প্রয়োজন অর্থ। কিন্তু কী পরিমাণ অর্থ প্রয়োজন ?তা একজ্যাক্টলি কখনই বলা যায় না। কেননা সকল চাহিদা নির্ভর করে আমার পরিবারের টোটাল উপার্জিত টাকার উপর। আর সেই চাহিদা নির্ভর করে উপার্জিত টাকার উপর।
20200925_083644.jpg

কাগজের নোট গুলো আমাদের কার কতটুকু প্রয়োজন

আমাদের জীবনে টাকা ততটাই প্রয়োজন, যতটা আমরা বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন। আমাদের পাঁচটি মৌলিক চাহিদা যেমন - খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ,চিকিৎসা এই পাঁচটি যেকোনো একটি অর্থ ছাড়া কল্পনা করা যায় কিনা একটু ভাবুন তো! আমার সরাসরি উত্তর, অর্থ টাকা ছাড়া এর কোনটাই কখনোই সম্ভব নয়। বেঁচে থাকার জন্য এই কাগজের নোট গুলো আমাদের খুবই প্রয়োজন। আর সেকারনেই পৃথিবীতে এত বিশৃঙ্খলা। তবে টাকা কার জীবনে কতটুকু প্রয়োজন, তা পৃথিবীর কেউই নির্দিষ্ট করে বলতে পারেন না। তুমি এই সম্পর্কে কিছুটা আমরা ধারণা করতে পারি। অঞ্চল ,মানুষ এবং পরিবার ভেদে অর্থাৎ টাকার প্রয়োজনীয়তা ভিন্ন।

একজন ধনী ব্যক্তির কতগুলো কাগজের নোট প্রয়োজন?

একজন রাক্ষসের কতটুকু খাবার প্রয়োজন? আমার কাছে এর সুনির্দিষ্ট উত্তর নেই ।কেননা পৃথিবীর সব খাদ্য এনে দিলেও সে ভক্ষণ করে ফেলতে পারবে। তারপর ও তার কাছে খাবারের ঘাটতি মনে হবে। ঠিক একজন ধনী ব্যক্তি কাছেও পৃথিবীর সমস্ত টাকা এনে দিলে তার পোষাবে না। তার আরো চাই। দেখুন ধনী ব্যক্তির প্রতি আমার বিন্দুমাত্র বিদ্বেষ নেই। জাস্ট একটি উদাহরণ দিয়ে বুঝালাম।

আবার একজন ভিখারিকে জিজ্ঞেস করুন ,তার কতগুলো কাগজের নোট প্রয়োজন?

সম্ভবত ভিখারির উওর হতে পারে, আমার দু'মুঠো খাবারের টাকা জোগাড় হলেই শুকরিয়া। তার চাহিদা খুব সামান্য।আর এই সামান্য চাহিদা পূরণ করার জন্যই, তার হাত পাততে হয় অজস্র মানুষের কাছে।
পৃথিবীর এই রঙ্গ মঞ্চে কারো কাগজের নোট গুলো প্রয়োজন জীবন বাঁচাবার বিলাসিতায় এবং কিছু কিছু ব্যক্তির এই কাগজের নোট গুলো প্রয়োজন জীবনকে আরো রাঙ্গিয়ে তোলার বিলাসিতায়।

একটি মধ্যবিত্ত পরিবার টিকে থাকার জন্য কতগুলো কাগজের নোট প্রয়োজন

মধ্যবিত্ত এই শব্দটির সাথে হয়তো কাউকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়া লাগবে না! হয়তো জীবনের সুরতি আমাদের অনেকেই মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের বড় সাক্ষী কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দুজন কিংবা পাশের প্রতিবেশীর অবস্থা দেখে আমরা এই পরিবারটির গল্প সকলেই জানি।
পৃথিবীতে কিছু পরিবার আছে । যেগুলো সত্যিকারঅর্থে অনেকটাই অসহায়। যে পরিবার কখনো সমাজের কারো কাছে মাথা নত করে না, আবার সমাজে সোজা হয়ে দাঁড়াতে পারে না। সেই পরিবারে বেশি চাহিদা থাকে না। চাহিদা থাকতেও নেই। কেননা সকল চাহিদা পূরণ হয় না। যার নুন আনতে পান্তা ফুরায়। সে কখনো ইলিশের স্বাদ গ্রহণ করতে চায় না। আর সেই পরিবারে বেশি কাগজের নোটের চাহিদা থাকে না। সেই পরিবারের চাহিদা থাকে অল্প কিছু কাগজের নোটের ।যেগুলো দিয়ে তারা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে।

পৃথিবীর সকল মানুষেরই বেঁচে থাকার জন্য কিংবা সমাজে টিকে থাকার জন্য এই কাগজের নোট গুলো প্রয়োজন ।কথায় আছে, পাগলেও টাকা চেনে । তাঁর ও পৃথিবীতে বেঁচে থাকার জন্য মাঝেমধ্যে টাকার প্রয়োজন হয়। তবে একেক জনের ক্ষেত্রে কাগজের নোটের কিছু ভিন্নতা আছে। যেমন একজন 8 থেকে 10 বছরের বাচ্চার যতগুলো কাগজের নোট প্রয়োজন, তার অনেক গুণ বেশি প্রয়োজন আমাদের। একটি প্রবাদ আছে, টাকায় বাঘের দুধ মেলে। অর্থাৎ টাকা এমন একটি উপকরণ যা ছাড়া একটি মিনিটও কল্পনা করা যায় না। যার জন্য পৃথিবীতে মারামারি কাটাকাটি, রাহাজানি, অত্যাচার ,লুট , হিংসা বিদ্বেষ, মানুষের মানুষের এত ভেদাভেদ তৈরি করে।



0
0
0.000
2 comments
avatar

খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। মাঝে মাঝেই নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে, কতটুকু টাকার প্রয়োজন ভালোভাবে বেঁচে থাকার জন্য?

কিছু মানুষ অন্ধের মত টাকার পিছনে ছুটতে থাকে নীতি বিবেক মনুষত্ব বিসর্জন দিয়ে। দিন শেষে কি পায় তারা? শান্তি???

0
0
0.000
avatar

টাকাই সব আবার টাকাই সকল অনর্থের মুল

0
0
0.000